বেসরকারীকরণের বিরুদ্ধে সারা দেশে ডাক বিভাগের ধর্মঘট
দাবদাহ লাইভ, বারাসাত, বিশেষ প্রতিবেদকঃ স্বল্প সঞ্চয় প্রকল্প ও জীবন বীমা সহ ডাক বিভাগের বেসরকারীকরণ সহ সাধারণ মানুষদের আমানত সুরক্ষিত রাখার দাবীতে দেশের ২০টি কর্মচারী ইউনিয়ন ও সংগঠনের যৌথ উদ্দ্যোগে সারা দেশে ধর্মঘট পালিত হয়। উত্তর ২৪ পরগণা জেলার সব ডাক দপ্তর সহ বারাসাত হেড পোষ্ট অফিসেও এই ধর্মঘট পালিত হয়। কর্মচারী ছাড়াও সারা ভারতে প্রায় ৮ লাখ এজেন্ট হিসাবে যারা কাজ করছেন তাদেরও কাজের নিরাপত্তার দাবীও এই দাবী সনদের মধ্যে আছে বলে স্থানীয় কর্মচারীরা জানালেন। এদিকে দপ্তরের এক আদেশনামায় একদিনের বেতন কেটে নেওয়ারও নির্দেশ জারি হয়েছে। সেই কারণে গুটি কয়েক কর্মী পিছনের গেট দিয়ে হাজিরা দিয়েছেন বটে সাধারণ মানুষদের পরিষেবা দিতে পারছেন না। এক দিনের বেতনটাই তাদের কাছে আসল, পরিষেবা নয় বলে ধর্মঘটী কর্মীরা জানালেন।
নিউজ এক নজরে


















ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
আজাদি কা অমৃত মহোৎসবে ডাকে জাতীয় পতাকা
আজাদি কা অমৃত মহোৎসবে ডাকে জাতীয় পতাকা
দাবদাহ লাইভ, মালদা, সজল দাশগুপ্তঃ সমগ্র দেশ জুড়ে মহা ধুম ধামের সঙ্গে পালন করা হবে আজাদি কা অমৃত মহোৎসব। কিন্তু এবারে এক অভিনব প্রকল্প গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। এখন শুধু আর দোকানেই নয় ডাকঘরে ও পাওয়া যাচ্ছে জাতীয় পতাকা। অফলাইন এবং অনলাইন দুই রকম মাধ্যমেই দেশের নাগরিকরা পেয়ে যাবেন দেশের জাতীয় পতাকা। বাড়ি বাড়িতেও অনলাইনের মাধ্যমে পৌঁছে যাবে এই জাতীয় পতাকা এবং তার জন্য নেওয়া হচ্ছে না কোন অতিরিক্ত টাকা। আজাদি কা অমৃত মহোৎসব প্রধানমন্ত্রীর অভিনব কর্মসূচি। এই প্রকল্পে তিনি জানিয়েছেন প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন হবে। এই ভাবেই আমাদের স্বাধীনতা দিবস পালিত হবে দেশ জুড়ে। ৭৫ তম স্বাধীনতা দিবসের জন্য ডাকঘর থেকে বিক্রি করা হচ্ছে জাতীয় পতাকা। শিলিগুড়িতেও পতাকা বিক্রি হচ্ছে প্রচুর। মানুষ আগ্রহের সাথে পতাকা কিনছেন বলে জানালেন ডাক বিভাগের এক কর্মী।










