শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য স্বরুপনগরে
দাবদাহ লাইভ, স্বরুপনগর, বৈশাখী সাহাঃ ইছামতী নদী থেকে ভাসমান একটি শিশুর মৃতদেহ উদ্ধার করাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। স্বরূপনগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। সোমবার স্বরূপনগর থানার তেঁতুলিয়ায় ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত তেঁতুলিয়ার মহাশ্মশান সংলগ্ন ইছামতী নদী থেকে ভাসমান একটি শিশুর মৃতদেহ উদ্ধার করে স্বরূপনগর থানার পুলিশ। ঘটনাটিকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার নদীতে স্নান করতে যায় স্থানীয় একদল বাচ্চা ছেলে। স্নান করতে গিয়ে নদীর জলে ভাসমান একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। স্থানীয় মারফত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য দেহটি বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শিশুটির মৃত্যু কিভাবে হয়েছে, দেহটি কোথা থেকেই বা এসেছে, এই নিয়ে উঠেছে প্রশ্ন। তদন্তে নেমেছে স্বরূপনগর থানার পুলিশ।



























