নীতীশ কুমারের পদত্যাগ ও এনডিএ সম্পর্ক ছেদ বিহারে
দাবদাহ লাইভ, কোলকাতা, বিশেষ প্রতিবেদকঃ সব জল্পনার অবসান ঘটিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ রাজ্যপাল ফাগু চৌহানের কাছে ইস্তফা পত্র পেশ করলেন। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার অর্থই এনডিএ-র জমানার অবসান ঘটল। ইস্তফা দেওয়ার পর বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন দলের সাংসদ সহ বিধায়কদের সভায় পদত্যাগের সিদ্ধান্ত হয় ও সেই মত পদত্যাগ করে দলের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হলো। গোটা মন্ত্রীসভাও ভেঙে দেওয়া হল। ফলে বিজেপি-র ১৬ জন যারা মন্ত্রীসভায় ছিলেন তারাও পদ হারালেন। ইতিমধ্যে আরজেডি, জেডিইউ ও কংগ্রেসের সাথে সরকার গঠন নিয়ে প্রাথমিক আলোচনা সারা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
নিউজ ছবিতে এক নজরে





























