নির্মিত প্রতিমা ভাঙচুর তদন্তে পুলিশ
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ হবিবপুর ব্লকের অন্তর্গত বুলবুলচন্ডী অঞ্চলে মধ্যমকেন্দুয়া এলাকায় মাটির প্রতিমা নির্মাণ কারখানায় রাতের অন্ধকারে প্রতিমাগুলি ভেঙে ফেলেছে বলে অভিযোগ করেন মৃৎশিল্পী। মৃৎশিল্পী উৎপল সিংহ বলেন,গতকাল রাতে প্রতিমার কাজ শেষ করে ৮টা নাগাদ প্রতীমার কাজ শেষ করে বাড়ি চলে যাই। সোমবার সকালে প্রতীমার ঘরের গেট খুলতে দেখতে পাই প্রতিমা ঘরের মধ্যে ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে কান্নায় ভেঙে পড়ে মৃৎশিল্পী উৎপল সিংহ। কারো সাথে কোন বিবাদ নেই তবুও ঘরের মধ্যে এইভাবে কে বা কারা তান্ডব চালিয়েছে বা প্রতিমা ভেঙেচুরে ফেলেছে তা কিছুই বুঝে উঠতে পারছেন না। যদি গতকাল প্রতিমা দেওয়ার কাজ থাকলে কি অবস্থায় পড়তে হতো তা ভেবে মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীর উৎপল সিংহ ও তার স্ত্রী টুম্পা সিংহ-র। এই নিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। স্থানীয় পুলিশ তদন্তে নেমেছে।
নিউজ এক নজরে




































