নববারাকপুর পুরসভার উদ্যোগে কৃতী বরণ তৎসহ মায়েদের সংবর্ধনা
দাবদাহ লাইভ, নববারাকপুর, অলোক আচার্যঃ নববারাকপুর পুরসভার উদ্যোগে এলাকায় কৃতী ও মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষায় উৎসাহ প্রদানে শনিবার বিকেলে স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহে সংবর্ধিত করা হয়। পুর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সিবিএসআই, আইসিএসই, আইএসসি পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর প্রাপ্ত সফল কৃতী পড়ুয়াদের পাশাপাশি তাদের মায়েদের ওসংবর্ধিত করা হয় এদিন মঞ্চ থেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। সাংসদ বলেন আগে কৃতী ছাত্রছাত্রীদের এত স্বীকৃতি ছিল না। এখন পুরসভা এগিয়ে এসে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করছে। উৎসাহ প্রদান করছে উচ্চ শিক্ষায়। সমাজে সকলের সমর্থন রয়েছে। পুরসভা এত কষ্ট করে তোমাদের সংবর্ধিত করছে। পাশাপাশি মায়েদের ও সন্মানিত করছে। খুব ভালো কাজ ।কৃতী পড়ুয়াদের উদ্দেশ্য সাংসদ তার দীর্ঘ শিক্ষা জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন তোমরা বড় হও। ভালো হও।ভালো মানুষ হও।বড় হয়ে বাবা মায়ের ঋন বা কৃতজ্ঞতা শোধ করার চেষ্টা করবে। বাবা মায়ের একটা বড় অবদান রয়েছে তোমাদের এগিয়ে যাওয়ার পিছনে। বাবা মায়ের কথা ভুলে যাবে না। মনে রেখো এতটা এগোতে পারতে না। আমি খুব কৃতার্থ এবং আনন্দিত। কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে এসে কাকতালীয় ভাবে আমার ৭৫ তম জন্মদিন পালন করল নিউ বারাকপুর পুরসভা মঞ্চে ।নিজেকে আরও প্রাচীন মনে হল। স্বাধীনতার ৭৫ বছরে শুভেচ্ছা। কৃতজ্ঞতা জানাই নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা সহ সকল কাউন্সিলর দের। যখন পড়াতাম তখন ছাত্র ছাত্রীদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। পাশে থেকে ছি। নববারাকপুর শহর মানুষ তিন তিনবার লোকসভা নির্বাচনে জিতিয়েছে। যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে যাবো। সেবা করাই তো জনপ্রতিনিধির কাজ।নিউ বারাকপুর শহর লেখাপড়া র ক্ষেত্রে অনেক এগিয়ে। হরিপদ বিশ্বাস অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দেখিয়ে ছেন সেই রাস্তা ধরে সেবা করে যাবো বলেন সাংসদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অধ্যাপক সৌগত রায়, জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়, নববারাকপুর পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরদলনেতা ডাঃ পংকজ কুমার অধিকারী, ডাঃ আশীষ বোস, ডাঃ চন্দন চট্টোপাধ্যায়, সমাজসেবী তপন দাস, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি গন।স্বাগত ভাষন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন বিগত দু বছর পুরসভা করোনা অতিমারি কারনে করতে পারে নি। এবছর পুরসভা এলাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও বিভিন্ন বোর্ডের ৭৫ শতাংশ নম্বর প্রাপ্ত প্রায় ৪৮৫ জন কৃতী ও মেধাবী ছাত্র ছাত্রীদের পাশাপাশি তাদের মায়েদের সন্মানিত করা হয়।মায়েদের একটি করে ফলের গাছ তুলে দেওয়া হয় শহর সবুজায়নে সন্তানের মতো গাছগুলো বড় করে তুলবেন। ফল পাবেন তারাই।কৃতী পড়ুয়াদের উত্তরীয়, কলম, গোলাপ ফুল, অবনীন্দ্রনাথ ঠাকুর রচনাবলী, সন্মাননা স্মারক, মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।কৃতী পড়ুয়াদের মায়েদের উত্তরীয় এবং ফলের গাছ দিয়ে সন্মানিত করা হয় এদিন ।একটা অভিনব ভাবনা। কৃতী পড়ুয়াদের উচ্চ শিক্ষায় তাদের মায়েদের বড় অবদান রয়েছে বলেন পুরপ্রধান। উল্লেখ্য জয়েন্ট এন্ট্রান্স সর্বভারতীয় স্তরে আইআইটি বোটানি ২০তম স্হানাধিকারী রুপসা মিত্র, স্ট্যাটাসটিক্স এ প্রথম সেন্ট জেভিয়ার্স শ্রায়ন রায়,আইএসসি তে পশ্চিমবঙ্গ এবং সর্বভারতীয় স্তরে তৃতীয় ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়েছে মধ্যমগ্রাম সেন্ট জুডস হাই স্কুলের কৃতী স্বর্ণাভ বিশ্বাস এবং বারাসত অক্সিলিয়াম কনভেন্ট এর সর্বভারতীয় স্তরে পঞ্চাম ৯৮.৭৫ শতাংশ নম্বর প্রাপ্ত প্রতীতি ঘোষকে সন্মানিত করেন সাংসদ সৌগত রায় ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায় ।
খবর এক নজরেঃ
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
বেঙ্গল কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সম্মেলন মালদায়
বেঙ্গল কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সম্মেলন মালদায়
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মালদায়। রবিবার মালদা কলেজ অডিটোরিয়ামে সংগঠনের ওই বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দোপাধ্যায়। এছাড়াও ছিলেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ বিশিষ্ট জনেরা।









