Banner Top

বালিকা বিদ্যালয়ে আবর্জনা সাফাই-এ জওয়ানরা

 

বালিকা বিদ্যালয়ে আবর্জনা সাফাই-এ জওয়ানরা

দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ  মালদা শহরের প্রতিষ্ঠিত বার্লো গার্লস হাইস্কুলে সাফাই অভিযান চালানোর উদ্যোগ নিল ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এই স্কুলের ১৫০ তম বর্ষ উপলক্ষেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বিধায়ক। মালদার নারায়ণপুর এলাকার ৪৪ নম্বর এবং ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের মোট ৮৪ বিএসএফ কর্মীরা বার্লো গার্লস হাইস্কুলে সাফাই অভিযানে হাত বাড়ায়। ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানিয়েছেন, মালদার বহু পুরনো এই গার্লস হাইস্কুলটি। দীর্ঘদিন ধরেই পরিকাঠামোগত সমস্যার কারণে নোংরা, আবর্জনা জমেছিল। এই অভিযানে বি এস এফ কর্মীরা সহযোগিতা করায় অশেষ ধন্যবাদ জানানো হয়।

  স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে মালদা শহরে মিছিল

     

স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে মালদা শহরে মিছিল

              দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ স্বাধীনতার ৭৫ তম বর্ষ অমৃত মহোৎসব উপলক্ষে মালদা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বাঁধ রোড় এলাকায় রামকৃষ্ণ মিশনের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয় গোটা শহর পরিক্রমা করে। জনপ্রতিনিধি থেকে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন ক্লাব এবং সংগঠনের মানুষ সহ সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করে।

ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা

১৬ দলের দুদিনের ফুটবল ট্যুর্ণামেন্ট

 

দুদিনের ফুটবল ট্যুর্ণামেন্ট ১৬ দলের

বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় রাম ঘোষ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির  শনিবার রাত্রে মালদা শহরের দুই নম্বর গভমেন্ট কলোনির মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দু’দিন ধরে চলবে এই ফুটবল টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, ইংলিশ বাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক শাহা সহ অন্যান্যরা। জানা গেছে দুদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। রবিবার রাত্রে অনুষ্ঠিত হবে তার চূড়ান্ত পর্যায়ের খেলা। জানা গেছে বিশিষ্টসমাজসেবী স্বর্গীয় রামচন্দ্র ঘোষের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই এই খেলার আয়োজন করে থাকেন তার ছেলে তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ। তারই অঙ্গ হিসাবে এবছরও তার উদ্যোগে এবং স্থানীয় ক্লাবের সহযোগিতায় দুদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পতাকা উত্তোলন, আকাশে বেলুন এবং আতশবাজির মধ্যে দিয়ে দুদিন ব্যাপী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ফুটবল টুর্নামেন্টের। প্রথম দিনই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বালিকা বিদ্যালয়ে আবর্জনা সাফাই-এ জওয়ানরা
User Review
77% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment