উত্তরবঙ্গ স্বশাসিত উন্নয়ন পর্ষদের দাবিতে আন্দোলন
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে বিধিবদ্ধ স্বশাসিত উন্নয়ন পর্ষদের দাবিতে আগামী দিনে আন্দোলনে নামতে চলেছে উত্তরবঙ্গ উন্নয়ন সংগ্রাম কমিটি। আজ কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসে একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন সংগ্রাম কমিটির আন্দোলনের ঘোষণা করলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক গোবিন্দ রায়। গোবিন্দ রায় জানান, বর্তমানে উত্তরবঙ্গের যা অবস্থা তাতে একমাত্র উন্নয়ন সম্ভব বিধিবদ্ধ স্বশাসিত উন্নয়ন পর্ষদের মাধ্যমে। উত্তরবঙ্গের একটি নির্বাচিত স্ব-শাসিত সংস্থা হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের উত্তরবঙ্গের মানুষের মাথাপিছু যে বরাদ্দ তা পর্ষদের নির্বাচিত সংস্থার হাতে আসবে এবং পর্ষদ তা বাস্তবায়ন করবে । বর্তমানে গোটা বিশ্ব জুড়ে উন্নয়নের এই মডেল চালু হয়েছে । যাদের জন্য উন্নয়ন তাদের একটু দেখা উচিত।

























