বেআইনী কাজের কড়া ব্যবস্থায় মালদা জেলা প্রশাসন
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ বেআইনিভাবে জলাশয় ভরাট এবং একজনের জমি আরেক জনের নামে হওয়া এই সমস্ত বিষয় নিয়ে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন। সেই লক্ষ্যে এদিন জেলা প্রশাসন ভবনে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ প্রত্যেক ব্লকের ভূমি দপ্তরের আধিকারিক। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে বা দিনে দুপুরে বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ উঠে আসছে। এছাড়া দালালদের দ্বারা একের জমি অন্যজনকে বিক্রি করে দেওয়া, জমির রেকর্ড অন্যজনের নামে হয়ে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। তাই এই ধরনের সমস্যায় যাতে সাধারণ মানুষ না পড়ে এবং বেআইনিভাবে জলাশয় ভরাট যারা করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই আজকের এই বৈঠক। এই ধরনের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে চলেছে জেলা প্রশাসন।
খবর এক নজরেঃ
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
বেআইনী কাজের কড়া ব্যবস্থায় জেলা প্রশাসন
বেআইনী কাজের কড়া ব্যবস্থায় জেলা প্রশাসন
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ বেআইনিভাবে জলাশয় ভরাট এবং একজনের জমি আরেক জনের নামে হওয়া এই সমস্ত বিষয় নিয়ে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন। সেই লক্ষ্যে এদিন জেলা প্রশাসন ভবনে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ প্রত্যেক ব্লকের ভূমি দপ্তরের আধিকারিক। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে বা দিনে দুপুরে বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ উঠে আসছে। এছাড়া দালালদের দ্বারা একের জমি অন্যজনকে বিক্রি করে দেওয়া, জমির রেকর্ড অন্যজনের নামে হয়ে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। তাই এই ধরনের সমস্যায় যাতে সাধারণ মানুষ না পড়ে এবং বেআইনিভাবে জলাশয় ভরাট যারা করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই আজকের এই বৈঠক। এই ধরনের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে চলেছে জেলা প্রশাসন।

































