দাঁতনে সাপের ছোবলে পরিবেশ কর্মীর মৃত্যু
দাবদাহ লাইভ, দাঁতন, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সোলোনপুর গ্রামের বাসিন্দা নিতাই প্রধান । সাপ ধরাই ছিল তাঁর নেশা। কারও বাড়িতে সাপ ঢুকলেই ডাক পড়ত, সাপ ধরার ডাক পড়লেই তিনি ছুটে যেতেন সেই বাড়িতে। সাপ ধরে সেই সাপকে আবার ছেড়ে দিয়ে আসতেন জঙ্গলে। এইজন্য এলাকায় তিনি ‘পরিবেশবন্ধু’ নামে পরিচিত। সেই সাপ ধরাই কাল হয়ে দাঁড়ালো নিতাই বাবুর জীবনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় এক বাড়িতে একটি গোখরো সাপ ঢোকার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন নিতাই। টর্চের আলো জ্বালিয়ে, ঘরের কোণ থেকে গামছায় পেঁচিয়ে গোখরো সাপটিকে বের করে আনেন তিনি। এর পর গলায় জড়িয়ে গোখরোর সঙ্গে নিতাই ছবিও তোলেন বলে জানা গিয়েছে। ছবি তোলার পর জঙ্গলে সাপটিকে ছাড়তে যাচ্ছিলেন। সেই সময়ই সাপটি ছোবল মারে তাঁর শরীরে। গোখরোর প্রাণঘাতী ছোবল খেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নিতাই। তড়িঘড়ি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবেশবন্ধুর এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা গ্রাম। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দাঁতন-২ ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব বলেন, ‘দুর্ভাগ্যজনক মৃত্যু। যদি সাপ দেখতে পান, নিজের থেকে চেষ্টা করবেন না। ব্লক প্রশাসনকে জানান। আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব।‘
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
পরিশ্রুত পানীয় জলের কিয়স্ক পাতুলিয়ায়
পরিশ্রুত পানীয় জলের কিয়স্ক বসল পাতুলিয়ায়
সম্প্রতি, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে আজমতলা মন্দির ও রহড়া থানা সংলগ্ন এলাকায় পরিশ্রুত পানীয় জলের কিয়স্ক উদ্বোধন করেন বারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া ঘোষ (সোমা)। ২০২১-২২ সালের বরাদ্দকৃত অর্থে সাড়ে ৪লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কিয়স্ক। এখানে যে কেউ এক ও অর্ধেক লিটার জল ঠান্ডা ও গরম বা সাধারণ পানীয় জল নিজস্ব বোতলে সংগ্রহ করতে পারবেন। স্থানীয় সভাপতি সুপ্রিয় ঘোষ জানান, দীর্ঘ দিনের এলাকার দাবী বাস্তবায়িত হ’লো। পঞ্চায়েত প্রধান তপতী দাস বিশ্বাস জানান মেশিন থেকে তিন ধরনের জল পাওয়া যাবে। অযথা কেহ এই জল নষ্ট না করার আবেদনও তিনি জানান। উপ-প্রধান সহ পঞ্চায়েত সদস্য-সদস্যা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ আধিকারিকের উপস্থিতি এই অনুষ্ঠানটির অন্য মাত্রা এনে দিল।



























