পরিশ্রুত পানীয় জলের কিয়স্ক বসল পাতুলিয়ায়
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ সম্প্রতি, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে আজমতলা মন্দির ও রহড়া থানা সংলগ্ন এলাকায় পরিশ্রুত পানীয় জলের কিয়স্ক উদ্বোধন করেন বারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া ঘোষ (সোমা)। ২০২১-২২ সালের বরাদ্দকৃত অর্থে সাড়ে ৪লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কিয়স্ক। এখানে যে কেউ এক ও অর্ধেক লিটার জল ঠান্ডা ও গরম বা সাধারণ পানীয় জল নিজস্ব বোতলে সংগ্রহ করতে পারবেন। স্থানীয় সভাপতি সুপ্রিয় ঘোষ জানান, দীর্ঘ দিনের এলাকার দাবী বাস্তবায়িত হ’লো। পঞ্চায়েত প্রধান তপতী দাস বিশ্বাস জানান মেশিন থেকে তিন ধরনের জল পাওয়া যাবে। অযথা কেহ এই জল নষ্ট না করার আবেদনও তিনি জানান। উপ-প্রধান সহ পঞ্চায়েত সদস্য-সদস্যা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ আধিকারিকের উপস্থিতি এই অনুষ্ঠানটির অন্য মাত্রা এনে দিল।
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
পরিশ্রুত পানীয় জলের কিয়স্ক পাতুলিয়ায়
পরিশ্রুত পানীয় জলের কিয়স্ক বসল পাতুলিয়ায়
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ সম্প্রতি, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে আজমতলা মন্দির ও রহড়া থানা সংলগ্ন এলাকায় পরিশ্রুত পানীয় জলের কিয়স্ক উদ্বোধন করেন বারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া ঘোষ (সোমা)। ২০২১-২২ সালের বরাদ্দকৃত অর্থে সাড়ে ৪লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কিয়স্ক। এখানে যে কেউ এক ও অর্ধেক লিটার জল ঠান্ডা ও গরম বা সাধারণ পানীয় জল নিজস্ব বোতলে সংগ্রহ করতে পারবেন। স্থানীয় সভাপতি সুপ্রিয় ঘোষ জানান, দীর্ঘ দিনের এলাকার দাবী বাস্তবায়িত হ’লো। পঞ্চায়েত প্রধান তপতী দাস বিশ্বাস জানান মেশিন থেকে তিন ধরনের জল পাওয়া যাবে। অযথা কেহ এই জল নষ্ট না করার আবেদনও তিনি জানান। উপ-প্রধান সহ পঞ্চায়েত সদস্য-সদস্যা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ আধিকারিকের উপস্থিতি এই অনুষ্ঠানটির অন্য মাত্রা এনে দিল।
খবর এক নজরেঃ
গৃহবধুর মৃত্যুতে স্বামী গ্রেফতার
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ বাড়ীর কাছাকাছি এক আম বাগান থেকে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মালদা জেলার মালদা থানার খনিবাথান এলাকায়। অবৈধ সম্পর্কে জড়িত থাকার সন্দেহে স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে মারার অভিযোগ পুলিশকর্মী স্বামীর বিরুদ্ধে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠায়। জানা গিয়েছে, গত সাত বছর আগে জয়ন্ত মণ্ডলের সঙ্গে বিয়ে হয় পুরাতন মালদার পোপরা এলাকার বাসিন্দা ওই যুবতীর। দুটি পুত্র সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধুর নাম মাম্পি মন্ডল(২৪)। শশুর বাড়ি মালদা থানার খনিবাথান এলাকায়। অভিযুক্ত স্বামী জয়ন্ত মন্ডল। পেশায় তিনি পুলিশ কর্মী। মৃত মাম্পি মন্ডলের দিদি রিঙ্কি মন্ডল অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে প্রতিনিয়ত শারীরিক অত্যাচার চালাতো তার বোনের উপর। পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ফাঁস ঝুলিয়ে খুন করে তার স্বামী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ।










