ডেঙ্গু মুক্ত বর্ধমান শহর গড়তে পুর বৈঠক
দাবদাহ লাইভ, পূর্ব বর্ধমান, কুনাল চট্টোপাধ্যায়ঃ আবারও ঘুরে দাঁড়িয়েছে করোনা সংক্রমণ। ঊর্ধ্বমুখী রাজ্যে আক্রান্তের সংখ্যা। তবে এর মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। ক্রমশ ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বেড়ে চলেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য স্বাস্থ্য বিভাগ। সেইমতো জেলায় চলছে ডেঙ্গু সতর্কবার্তা এবং বিভিন্ন কর্মসূচি। বৃহষ্পতিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার উদ্দ্যোগে সুপারভাইজার ভলেন্টিয়ার বা স্বাস্থ্যকর্মীদের নিয়ে ডেঙ্গু সম্পর্কে একটি বৈঠক হয় টাউন হল প্রাঙ্গণে। পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান যে আগামী দিনে ডেঙ্গু সচেতনতার বৃদ্ধির জন্য স্বাস্থ্যকর্মীরা পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে সচেতন বার্তা দেবেন। পৌর পারিষদ স্বাস্থ্যবিভাগ সুশান্ত প্রামানিক জানিয়েছেন, প্রত্যেক বছর বর্ষাকালে বাড়ে ডেঙ্গুর উপদ্রব, ডেঙ্গু মুক্ত বর্ধমান শহর গড়ে তুলতে এই বৈঠক।







