খাল সংস্কার শুরু স্বস্তিতে এলাকাবাসী
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ পলি জমে খাল বুঝে যাওয়ায় বহু বছর যাবত জল যন্ত্রণায় ভুগছিল এলাকাবাসী। চাষের জমিতে জল জমে নষ্ট হচ্ছিল ফসল। এলাকাবাসীর সমস্যা সমাধানের জন্য খাল সংস্কারের কাজে উদ্যোগী হয়ে বুলডোজার দিয়ে সেই খাল সংস্কারের কাজ শুরু করে সেচ দপ্তর। সন্দেশখালির কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত থেকে সেই দৃশ্য ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি দু’নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের কোড়াকাটি তিন নম্বর স্লুইস গেট সংলগ্ন এলাকায় রয়েছে একটি খাল। গ্রামের জমিজমার জল ওই খাল দিয়ে গিয়ে নদীতে পড়তো। বহু বছর যাবৎ খালটিতে পলি জমে অবরুদ্ধ হয়ে যায়। নিকাশি সমস্যার সম্মুখীন হয়ে পড়ে এলাকাবাসী। বর্ষার জমা জল খাল দিয়ে নদীতে না যেতে পারায় এলাকায় জল জমে নানান সমস্যার সম্মুখীন হবার পাশাপাশি কৃষি জমিতে জল জমে ফসল নষ্ট হওয়ায় অর্থনৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হতে হতো এলাকাবাসীদের। বহুবার খাল সংস্কারের আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। পঞ্চায়েতও বার বার আবেদন নিবেদন করে। শেষমেষ স্থানীয়দের জল যন্ত্রনার হাত থেকে মুক্তি দিতে বুধবার বুলডোজার দিয়ে ওই খালটি সংস্কারের পাশাপাশি পলি মুক্ত করার কাজ শুরু করে সেচ দপ্তরের কর্মীরা। খাল সংস্কারের কাজ শুরু হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এলাকাবাসী।
খবর এক নজরেঃ
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
কন্যাকে পাশবিক নির্যাতনের দায়ে বাবা
কন্যা সন্তানকে পাশবিক নির্যাতনের দায়ে বাবা
দাবদাহ লাইভ, মেচেদা, অক্ষয় গুছাইতঃ দুই বছরের শিশু কন্যার উপর যৌন হেনস্তার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনায় নিন্দার ঝড় বইছে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা সহ শান্তিপুর গ্রামে। জানা গিয়েছে অভিযুক্ত বাবার নাম শেখ জাহির হোসেন, পেশায় রাজমিস্ত্রি। ইতিমধ্যেই ওই বাবাকে গ্রেফতার করে কোলাঘাট থানার পুলিশ। বিশেষ সূত্রে জানা গিয়েছে স্ত্রী দুই কন্যাকে নিয়ে মেচেদা শান্তিপুরে ভাড়া থাকতেন জাহির। গতকাল স্ত্রী যখন জল আনতে বেরিয়েছিলেন তখন এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। বাড়িতে ফিরে মা রক্তাক্ত অবস্থায় দেখে ওই শিশু কন্যাকে। জিজ্ঞাসা করা হলে আঙুল তোলে বাবার দিকে। এতেই উত্তেজিত হয়ে পড়ে মা। অন্যদিকে এই ঘটনা জানাজানি হতে উত্তেজিত হয়ে পড়ে প্রতিবেশীরাও। এরপর তাকে মারধোর করে তুলে দেওয়া হয় কোলাঘাট থানার পুলিশের হাতে। শিশু কন্যাটিকে চিকিত্সার জন্য পাঠানো হয় স্বাস্থ্যকেন্দ্রে।



















