Banner Top

বিধায়ক মন্ত্রী হওয়ায় হরিশচন্দ্রপুর খুশির আবহে  

বিধায়ক মন্ত্রী হওয়ায় হরিশচন্দ্রপুর খুশির আবহে

    দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ  মালদা জেলা থেকে এবার রাজ্যে দ্বিতীয় মন্ত্রি হল। পূর্ণ মন্ত্রী না হলেও দুইজন প্রতিমন্ত্রী পেল মালদা জেলা। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন সাবিনা ইয়াসমিন। এবার মন্ত্রিত্ব পেলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। প্রতিমন্ত্রী হলেন তিনি। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। আর সেই খবর আসতেই কার্যত বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেল হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। খুশি সমগ্র হরিশ্চন্দ্রপুরবাসী। কারণ তাদের বিধায়ক এখন রাজ্যের মন্ত্রী। কার্যত উৎসবের আবহ দেখা গেল হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে। ডিজে বাজিয়ে সবুজ আবির খেলে সেলিব্রেশন করলেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীকে জানালেন অসংখ্য ধন্যবাদ। হরিশ্চন্দ্রপুরের কাছে এটা গর্বের দিন বলে মনে করে তৃণমূল নেতৃত্ব। এলাকার উন্নয়নে একটা জোয়ার আসার সম্ভাবনা বলে জানাচ্ছেন। পঞ্চায়েত ভোটের আগে কর্মী সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস আরও বেশি বাড়ল বলে অনুমান। দলীয় কার্যালয়ে এই আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান, জম্মু রহমান, যুব নেতা জিয়াউর রহমান,মনোতোষ ঘোষ সহ এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা। প্রত্যেকে মেতে উঠেছে অনাবিল আনন্দে। জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন,” আজ আমাদের খুব আনন্দের দিন। আমরা সকলে আজ গর্বিত। তাজমুল দা দিদির খুব কাছের লোক। তাই আমাদের একটা আশা আগে থেকেই ছিল। বিগত লোকসভা এবং বিধানসভা ভোটে হরিশ্চন্দ্রপুর থেকে তৃণমূল বড় লিড পেয়েছিল। পঞ্চায়েত ভোটের আগে কর্মী সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে। জেলার তৃণমূল সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন,” আমরা লাইভ দেখছিলাম। খুব আনন্দ হয়েছে। আমাদের বিধায়কের দায়িত্ব আরো বেড়ে গেল। যেমন ভাবে এলাকার কাজ করবেন তেমন সারা রাজ্যের কাজ এখন ওনাকে করতে হবে। আমাদের কাছে সত্যিই খুব গর্বের এবং আনন্দের দিন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এই ভরসা রাখার জন্য। উল্লেখ্য, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একটা অভিযোগ বারবার থেকে যায় যে মন্ত্রিত্ব বেশির ভাগ দক্ষিণবঙ্গ থেকে পায়। এমনকি শুধুমাত্র দক্ষিণ কলকাতা এলাকা থেকে তৃণমূলের বেশির ভাগ গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছেন। মালদা থেকে তৃণমূল সরকার আসার পর পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছিলেন কৃষ্ণ নারায়ণ চৌধুরী এবং সাবিত্রী দেবী। তবে দ্বিতীয়বার তৃণমূল সরকার গঠনের সময় মালদা থেকে তৃণমূলকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। এই বছর তৃতীয় তৃণমূল সরকার আসার পর প্রতিমন্ত্রী হন সাবিনা ইয়াসমিন। এবার মালদহের দ্বিতীয় মন্ত্রী পেল। আর তৃণমূল ক্ষমতায় আসার পর এইবারই সব থেকে ভালো ফলাফল হয়েছে মালদা থেকে তৃণমূলের। তাতেই খুশি হরিশ্চন্দ্রপুর এলাকার তৃণমূল নেতাকর্মী সমর্থকরা।

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা

বিধায়ক মন্ত্রী হওয়ায় এলাকা খুশির আবহে

বিধায়ক মন্ত্রী হওয়ায় এলাকা খুশির আবহে

বিধায়ক মন্ত্রী হওয়ায় এলাকা খুশির আবহে

  মালদা জেলা থেকে এবার রাজ্যে দ্বিতীয় মন্ত্রি হল। পূর্ণ মন্ত্রী না হলেও দুইজন প্রতিমন্ত্রী পেল মালদা জেলা। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন সাবিনা ইয়াসমিন। এবার মন্ত্রিত্ব পেলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। প্রতিমন্ত্রী হলেন তিনি। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। আর সেই খবর আসতেই কার্যত বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেল হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। খুশি সমগ্র হরিশ্চন্দ্রপুরবাসী। কারণ তাদের বিধায়ক এখন রাজ্যের মন্ত্রী। কার্যত উৎসবের আবহ দেখা গেল হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে। ডিজে বাজিয়ে সবুজ আবির খেলে সেলিব্রেশন করলেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীকে জানালেন অসংখ্য ধন্যবাদ। হরিশ্চন্দ্রপুরের কাছে এটা গর্বের দিন বলে মনে করে তৃণমূল নেতৃত্ব। এলাকার উন্নয়নে একটা জোয়ার আসার সম্ভাবনা বলে জানাচ্ছেন। পঞ্চায়েত ভোটের আগে কর্মী সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস আরও বেশি বাড়ল বলে অনুমান। দলীয় কার্যালয়ে এই আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান, জম্মু রহমান, যুব নেতা জিয়াউর রহমান,মনোতোষ ঘোষ সহ এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা। প্রত্যেকে মেতে উঠেছে অনাবিল আনন্দে। জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন,” আজ আমাদের খুব আনন্দের দিন। আমরা সকলে আজ গর্বিত। তাজমুল দা দিদির খুব কাছের লোক। তাই আমাদের একটা আশা আগে থেকেই ছিল। বিগত লোকসভা এবং বিধানসভা ভোটে হরিশ্চন্দ্রপুর থেকে তৃণমূল বড় লিড পেয়েছিল। পঞ্চায়েত ভোটের আগে কর্মী সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে। জেলার তৃণমূল সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন,” আমরা লাইভ দেখছিলাম। খুব আনন্দ হয়েছে। আমাদের বিধায়কের দায়িত্ব আরো বেড়ে গেল। যেমন ভাবে এলাকার কাজ করবেন তেমন সারা রাজ্যের কাজ এখন ওনাকে করতে হবে। আমাদের কাছে সত্যিই খুব গর্বের এবং আনন্দের দিন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এই ভরসা রাখার জন্য। উল্লেখ্য, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একটা অভিযোগ বারবার থেকে যায় যে মন্ত্রিত্ব বেশির ভাগ দক্ষিণবঙ্গ থেকে পায়। এমনকি শুধুমাত্র দক্ষিণ কলকাতা এলাকা থেকে তৃণমূলের বেশির ভাগ গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছেন। মালদা থেকে তৃণমূল সরকার আসার পর পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছিলেন কৃষ্ণ নারায়ণ চৌধুরী এবং সাবিত্রী দেবী। তবে দ্বিতীয়বার তৃণমূল সরকার গঠনের সময় মালদা থেকে তৃণমূলকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। এই বছর তৃতীয় তৃণমূল সরকার আসার পর প্রতিমন্ত্রী হন সাবিনা ইয়াসমিন। এবার মালদহের দ্বিতীয় মন্ত্রী পেল। আর তৃণমূল ক্ষমতায় আসার পর এইবারই সব থেকে ভালো ফলাফল হয়েছে মালদা থেকে তৃণমূলের। তাতেই খুশি হরিশ্চন্দ্রপুর এলাকার তৃণমূল নেতাকর্মী সমর্থকরা।

ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা

আত্মঘাতী ছাত্রী ময়না তদন্তে

আত্মঘাতী ছাত্রী ময়না তদন্তে

দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ বৃহস্পতিবার সাত সকালে এক প্রথম বর্ষের কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য ছড়ালো ইংরেজ বাজার থানার বাগবাড়ি ৫২ বিঘা এলাকায়। মৃতদেহ আনা হয় ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। মৃত কলেজ ছাত্রীর নাম কবিতা মন্ডল বয়স ১৮ বছর। সে স্থানীয় মালদা মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বাড়ি বাগবাড়ি ৫২ বিঘা এলাকায়। পরিবারের রয়েছে বাবা শচীন মন্ডল, মা শোভা মন্ডল। গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে অন্যান্য দিনের মতো। আজ সকালে ওই ছাত্রীর শোয়ার ঘরে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। কি কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছে না। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কলেজ ছাত্রীর পরিবারসহ গোটা গ্রামে।

বিধায়ক মন্ত্রী হওয়ায় এলাকা খুশির আবহে  
User Review
87% (2 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment