Banner Top

রাজ্যে প্রথম পুরুষ নার্সিং কলেজ অশোকনগরে কাজ চলছে

দাবদাহ লাইভ, মহ: মফিজুর রহমানঃ রাজ্যে এতদিন পুরুষদের নার্সিং ট্রেনিংয়ের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা ছিল না। এবার সেই অভাব দূর হতে চলেছে। শুনতে অবাক লাগলেও সত্য উত্তর ২৪ পরগণার অশোকনগরে তৈরি হচ্ছে পুরুষদের জন্য নার্সিং কলেজ। অশোকনগর কচুয়ামোড় সংলগ্ন অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতাল চত্বরে তৈরি হচ্ছে কলেজটি। প্রায় ৩২০০ বর্গফুট জায়গাজুড়ে তৈরি হচ্ছে কলেজ বিল্ডিং। জানা গিয়েছে, পুরুষ নার্সিং কলেজের বিল্ডিং তৈরির কাজ ৮০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে বাকি ২০ শতাংশ কাজ আগামী মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে সূত্রের দাবি। নার্সিং কলেজে এখন মেঝেতে পাথর বসানো, বিদ্যুৎ-জল সংযোগ সহ অন্যান্য কাজ চলছে। প্রসঙ্গত অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে আগেই ২০১৪ সালে নার্সিং ট্রেনিং স্কুল চালু হয়। তখন এই নার্সিং ট্রেনিং স্কুলের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অবধি এখানে নার্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নার্সিং স্কুল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ২৩২ জন ছেলে এই নার্সিং স্কুলে প্রশিক্ষণ নিচ্ছে। নতুন নার্সিং কলেজটি চালু হলে এবার এরাজ্যেই নার্সিং ট্রেনিংয়ের ক্ষেত্রে  ছাত্ররাও উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবেন। ফলে এবার থেকে এই পেশায় শুধু মহিলারা নয়, পুরুষরাও আসতে আগ্রহী হবেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, নবনির্মিত নার্সিং কলেজে ২০২৩ সালে নতুন শিক্ষাবর্ষে পঠনপাঠন শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন কলেজে থাকবে অত্যাধুনিক মানের ল্যাব, ফান্ডামেন্টাল ল্যাব, কম্পিউটার ল্যাব, কমিউনিটি ল্যাব, পেড্রিয়াটিক ল্যাব। এছাড়াও  থাকবে অন্যান্য অত্যাধুনিক সুযোগ সুবিধা। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্ররা নার্সিং বিষয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। নার্সিং কলেজে ভর্তি হওয়া ছাত্ররা যাতে হোস্টেলে থেকে পড়াশোনা করার সুযোগ পান, তারও বন্দোবস্ত করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান নার্সিং স্কুলের প্রিন্সিপাল সীমা দেবনাথ।

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা

বিধাননগর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু

বিধাননগর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু 

বিধাননগর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু

 “খেলা হবে” ২০২১ বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের নির্বাচনের স্লোগানের অভূতপূর্ব সাফল্যের পর এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর উদ্যোগে ডায়মন্ড হারবার এমপি কাপে অসাধারণ সাড়া জাগানো ফুটবল টুর্নামেন্ট থেকে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গের অগ্নিনির্বাপক মন্ত্রী মাননীয় সুজিত বসু নিজের বিধানসভায় এলাকায় চালু করলেন “বিধাননগর গোল্ডকাপ ২০২২”। আগামী ৭ই আগস্ট পর্যন্ত এক সপ্তাহব্যাপী বিধান নগর বিধানসভার মোট ৬৪টি ক্লাব নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৩০ শে জুলাই ২০২২ এই ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি, অভিনেত্রী মাননীয়া সায়ন্তিকা ব্যানার্জী,অভিনেতা সোহম চক্রবর্তী, বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, মোহনবাগানের ফুটবল সচিব দেবাশীষ দত্ত ও এক ঝাঁক প্রাক্তন ফুটবল তারকারা। এই ফুটবল টুর্নামেন্ট প্রসঙ্গে মন্ত্রী সুজিত বসু জানান মূলতঃ এলাকার প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে তাঁর এই পদক্ষেপ। এরপর ভিআইপি রোডে এক বিশেষ পথযাত্রায় সকলে অংশ নেন।

রাজ্যে প্রথম পুরুষ নার্সিং কলেজ অশোকনগরে কাজ চলছে
User Review
87% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment