মুখ্যমন্ত্রীর ছবি বিক্রির সমালোচনায় সি পি এম
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ আমরা বদল চাই, বিজেপিকে বিচ্ছিন্ন করতে চাই, ৫০ হাজার কোটি টাকা লুঠ করেছে বাংলা,মুখ্যমন্ত্রীর ছবি দেড় কোটি টাকায় বিক্রি হয়েছে, এখনো সেই ছবি সামনে এলো না মঙ্গলবার দুপুরে রথবাড়ি এলাকায় সিটু পরিচালিত পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইভাবেই চাঁচা ছোলা ভাষায় বিজেপি এবং তৃণমূলকে কটাক্ষ করলেন সিপিআইএম এর পটিলব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। উল্লেখ্য দলীয় একাধিক কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সকালেই মালদায় আসে পৌঁছান সূর্যকান্ত মিশ্র। এদিন সিটু পরিচালিত পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রথবাড়ি এলাকায় সংবর্ধনা জানানো হয় সূর্যকান্ত মিশ্রকে। এরপর বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল এবং বিজেপিকে একহাত নেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র।
খবর এক নজরেঃ
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
তুলসীবেড়িয়ায় মহরমের অনুষ্ঠান
তুলসীবেড়িয়ায় মহরমের অনুষ্ঠান
দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ হাওড়া জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতর তুলসীবেড়িয়া দরগা শরীফে মহরম উপলক্ষে দশদিন ধরে সারাদিন ব্যাপি ইসলাম ধর্মীয় ও পীরের সিলসিলা মোতাবেক পবিত্র কুরআন ও হাদীস শরীফের অংশ বিশেষ সহ শহিদানে কারবালা এবং অলৌকিক ঘটনা আলোচনা করা হয়। দরগা শরীফের আলা হজরত পীর শাহ সূফী আশেকে রসুল মাস্তানেছ আব্দুল হামীদ আলী খান রহঃ চৌঠা মহরম ইহলোক ত্যাগ করেন। এবছর ১৮ তম বার্ষিক বলে জানান পীরজাদা রফিকুল ইসলাম খান সাহেব। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দরগা শরীফে ভক্ত শিষ্য ও মেহমান এবং মুরিদগন সহ দর্শনার্থীরা মহরমের এই দশদিন ধরে দরগা শরীফে বিশেষ দোওয়ার মজলিশে অংশ নিচ্ছেন। বলে জানান সাহেবজাদা আবিদুল ইসলাম খাঁন। দরগা শরীফে বিশ্বের সকলের সুখ, শান্তি সমৃদ্ধি, কল্যাণ, মঙ্গল, কামনা করে বিশেষ প্রার্থনা করা হচ্ছে, বলে জানান পীরজাদা সইদুল ইসলাম খাঁন। দরগা শরীফের কেবল ইসলামিক কৃষ্টি কালচার লোকাচার ছাড়াও সকলের জন্য সামাজিক বিভিন্ন রকমের সেবা, সচেতনতা, শিক্ষা, মহিলা পরিচালিত মহিলা পাঠাগার চলে বলে জানান পীরজাদা আমিরুল ইসলাম খাঁন। সারা বিশ্বের মুসলিমরা মহরমের প্রথম দিন থেকে শহীদানে কারবালার শোক পালন করে থাকেন। সেই সঙ্গে মহরম মাস আরবীর হিজরী হিসাবে প্রথম মাস ধরা হয়ে থাকে বলেন মহিলা লাইব্রেরি সভাপতি নাফিসা খাতুন আমাদের প্রতিনিধিকে









