মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে জয়ী সেকুলার
দাবদাহ লাইভ,হলদিয়া, অক্ষয় গুছাইতঃ শিল্প শহর হলদিয়ায় নীরবে সংগঠন চাঙ্গা করে চলেছে ভাইজানের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। হলদিয়ায় শাসকদল তৃণমূল থেকে বি জে পি-কে একেবারে পিছনে ফেলে মাদ্রাসা নির্বাচনে জয় জয়কার ভাইজানের দল। রবিবার হলদিয়া ব্লকের মহিষাদল বিধানসভার অন্তর্গত কুমারপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন হয়। ৬টি আসনের মধ্যে ৪টিতে জয়লাভ করেন আই এস এফ-এর প্রার্থীরা। আর ২টিতে জয় পায় তৃণমূল। জানা গিয়েছে, কুমারপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৫০ জন। এই জয় উপলক্ষে ফুরফুরা শরীফ আইএসএফের কেন্দ্রীয় কার্যালয় থেকে জয়ী প্রার্থী, কর্মী – সমর্থক ও ভোটদাতাদের আন্তরিক অভিনন্দন জানান বিধায়ক নওশাদ সিদ্দিকী।
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে জয়ী সেকুলার
মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে জয়ী সেকুলার
শিল্প শহর হলদিয়ায় নীরবে সংগঠন চাঙ্গা করে চলেছে ভাইজানের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। হলদিয়ায় শাসকদল তৃণমূল থেকে বি জে পি-কে একেবারে পিছনে ফেলে মাদ্রাসা নির্বাচনে জয় জয়কার ভাইজানের দল। রবিবার হলদিয়া ব্লকের মহিষাদল বিধানসভার অন্তর্গত কুমারপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন হয়। ৬টি আসনের মধ্যে ৪টিতে জয়লাভ করেন আই এস এফ-এর প্রার্থীরা। আর ২টিতে জয় পায় তৃণমূল। জানা গিয়েছে, কুমারপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৫০ জন। এই জয় উপলক্ষে ফুরফুরা শরীফ আইএসএফের কেন্দ্রীয় কার্যালয় থেকে জয়ী প্রার্থী, কর্মী – সমর্থক ও ভোটদাতাদের আন্তরিক অভিনন্দন জানান বিধায়ক নওশাদ সিদ্দিকী।



































