বিধাননগর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু
দাবদাহ লাইভ, বিধান নগর, সুমিত মজুমদারঃ “খেলা হবে” ২০২১ বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের নির্বাচনের স্লোগানের অভূতপূর্ব সাফল্যের পর এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর উদ্যোগে ডায়মন্ড হারবার এমপি কাপে অসাধারণ সাড়া জাগানো ফুটবল টুর্নামেন্ট থেকে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গের অগ্নিনির্বাপক মন্ত্রী মাননীয় সুজিত বসু নিজের বিধানসভায় এলাকায় চালু করলেন “বিধাননগর গোল্ডকাপ ২০২২”। আগামী ৭ই আগস্ট পর্যন্ত এক সপ্তাহব্যাপী বিধান নগর বিধানসভার মোট ৬৪টি ক্লাব নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৩০ শে জুলাই ২০২২ এই ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি, অভিনেত্রী মাননীয়া সায়ন্তিকা ব্যানার্জী,অভিনেতা সোহম চক্রবর্তী, বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, মোহনবাগানের ফুটবল সচিব দেবাশীষ দত্ত ও এক ঝাঁক প্রাক্তন ফুটবল তারকারা। এই ফুটবল টুর্নামেন্ট প্রসঙ্গে মন্ত্রী সুজিত বসু জানান মূলতঃ এলাকার প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে তাঁর এই পদক্ষেপ। এরপর ভিআইপি রোডে এক বিশেষ পথযাত্রায় সকলে অংশ নেন।



































