অবশেষে নতুন জেলা ঘোষণাতেই উচ্ছ্বাস বসিরহাটে
দাবদাহ লাইভ, বসিরহাট, হরি গোপাল দত্তঃ ২০১১ সালে ক্ষমতায় আসীন হওয়ার পরেই বসিরহাটকে আলাদা জেলা করার প্রস্তাব নিয়ে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে রাজ্যের একাধিক জেলাকে ভাগ করে নতুন জেলা সৃষ্টি হয়েছে। কিন্তু বঞ্চিত থেকে গিয়েছিল বসিরহাট। উত্তর ২৪ পরগণা জেলার প্রায় অর্ধেক অংশ জুড়েই বসিরহাট মহকুমা। যার আয়তন ১৭৭৭.০২ বর্গ কিলোমিটার। প্রায় তেত্রিশ লক্ষ জনবসতিপূর্ণ এই মহকুমায় রয়েছে তিনটি পৌরসভা, দশটি ব্লক সহ ৯০টি গ্রাম পঞ্চায়েত ও ১১টি থানা। যা রাজ্য তথা দেশের অনেক জেলাকেই হার মানায়। এই মহকুমার একদিকে যেমন রয়েছে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ব্লক বাদুড়িয়া, স্বরূপনগর ও বসিরহাট ১নং ব্লক। অন্যদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের সুন্দরবন। সন্দেশখালি ১ ও ২নং, মিনাখাঁ, হাড়োয়া, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের মতো প্রত্যন্ত সুন্দরবনের ব্লক। এই সমস্ত প্রান্তিক জায়গা থেকে বসিরহাট মহকুমা সদর শহর বসিরহাটে আসতেই কালঘাম ছুটে যেত এই সমস্ত নাগরিকদের। আর যদি জেলার কোন কাজ থাকে সে ক্ষেত্রে প্রায় এক’শ থেকে দেড়’শ কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হতো উত্তর ২৪ পরগণা জেলার সদর শহর বারাসাতে। যে কোন অফিসিয়াল কাজ নিয়ে বসিরহাটে আসতে গেলে বিশেষ করে সমস্যার মধ্যে পড়তেন নদীমাতৃক সুন্দরবনের মানুষ। কারণ একাধিক নদী পেরিয়ে আসতে হতো আর তার উপর এইসব জায়গাগুলি থেকে বসিরহাটের যোগাযোগ ব্যবস্থা তো তথৈবচ। মহকুমার এমন এমন জায়গা রয়েছে সেখান থেকে শহর বসিরহাটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। ইতিমধ্যে উন্নততর পরিষেবা দেওয়ার জন্য বসিরহাটকে আলাদা স্বাস্থ্য ও পুলিশ জেলা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর তারপর থেকেই নতুন জেলা পাওয়ার স্বপ্নে বিভোর হয়েছিলেন বসিরহাটের বাসিন্দারা। অবশেষে আজ ক্যাবিনেট মিটিং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটকে পূর্ণাঙ্গ জেলা হিসাবে ঘোষণা হতেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের ছবি দেখা গেল বসিরহাট জুড়ে। পাশাপাশি জেলা সদর শহর বসিরহাট হওয়ায় সেখানকার জীবনযাত্রার মান আরও অনেক বাড়বে বলে মনে করছেন স্থানীয় মানুষজন। একদিকে যোগাযোগের মাধ্যম যেমন ভাল হবে অন্যদিকে চালু হবে একাধিক রুটের বাস। থাকবে প্রয়োজনীয় দপ্তর যার ফলে কর্মসংস্থানের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছে বসিরহাট মহকুমা। বিশেষ করে সুবিধা পাবেন সীমান্তবর্তী ও সুন্দরবনের মানুষজন। সব মিলিয়ে বলা চলে বসিরহাটকে নতুন জেলা ঘোষণা করায় খুশির হাওয়া সব মহলে।
নিউজ আপডেট এক নজরে
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বিধাননগর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু
“খেলা হবে” ২০২১ বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের নির্বাচনের স্লোগানের অভূতপূর্ব সাফল্যের পর এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর উদ্যোগে ডায়মন্ড হারবার এমপি কাপে অসাধারণ সাড়া জাগানো ফুটবল টুর্নামেন্ট থেকে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গের অগ্নিনির্বাপক মন্ত্রী মাননীয় সুজিত বসু নিজের বিধানসভায় এলাকায় চালু করলেন “বিধাননগর গোল্ডকাপ ২০২২”। আগামী ৭ই আগস্ট পর্যন্ত এক সপ্তাহব্যাপী বিধান নগর বিধানসভার মোট ৬৪টি ক্লাব নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৩০ শে জুলাই ২০২২ এই ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি, অভিনেত্রী মাননীয়া সায়ন্তিকা ব্যানার্জী,অভিনেতা সোহম চক্রবর্তী, বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, মোহনবাগানের ফুটবল সচিব দেবাশীষ দত্ত ও এক ঝাঁক প্রাক্তন ফুটবল তারকারা। এই ফুটবল টুর্নামেন্ট প্রসঙ্গে মন্ত্রী সুজিত বসু জানান মূলতঃ এলাকার প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে তাঁর এই পদক্ষেপ। এরপর ভিআইপি রোডে এক বিশেষ পথযাত্রায় সকলে অংশ নেন।

























