ফসল নষ্ট করে জমি দখলের নির্দেশ প্রশাসনের
দাবদাহ লাইভ, চন্দ্রকোনা, অক্ষয় গুছাইতঃ জেলা প্রশাসনের নির্দেশে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের কদমডিহা গ্রামে কৃষকদের চোখের সামনে ট্রাক্টর চালিয়ে নষ্ট করা হল ১৫০ বিঘা জমির ফসল। ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি লক্ষ টাকা। কপাল চাপড়াতে চাপড়াতে হা হুতাশ করল কৃষকরা আর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করে নিজের ডিউটি পালন করলেন স্থানীয় সমষ্টি উন্নয়ণ আধিকারিক — এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায় ওই জমি রাজ্য সরকারের খাস জমি হিসাবেই পরিচিত। খাস জমি হওয়ায় এলাকার ৫০ জন চাষি বেশ কয়েক বছর ধরে ওই জমিতে চাষের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এতদিন কেউ কোনও রকম বাঁধা দেয়নি চাষীদের। সম্প্রতি চন্দ্রকোনারোড শহরকে যানজট মুক্ত করতে শহর সংলগ্ন কদমডিহা এলাকাতে ৬০ নম্বর জাতীয় সড়কে রেল লাইনের উপর একটি ওভারব্রিজ তৈরির পরিকল্পনা হয়। ইতিমধ্যেই ওভারব্রিজ তৈরি করার জন্য ওই জায়গা পরিদর্শন করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। উল্লেখ্য, চাষীদেরও নোটিশ দিয়ে জমি খালি করার কথা জানানো হ’লে গুরুত্ব না বুঝে আবার চাষের কাজ শুরু করে দেন। প্রশাসনও বিমান বাহিনী কর্তৃপক্ষের চাপে দখল মুক্ত করার নির্দেশ দেয়। আর তাতেই বাড়ে বিপত্তি। কৃষকরা তিন সপ্তাহ সময় চাইলেও প্রশসনিক তড়িঘড়িতে মাত্র ৩ দিন সময়ে ফসল ঘরে তোলা সম্ভব না হওয়ায় এই ক্ষয়-ক্ষতি। তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি ক্ষোভের সাথে জানান ‘ফলা ফসল নষ্ট করা মহাপাপের’। স্থানীয় কৃষকরা আরও মনে করিয়ে দেন, ‘দিদির ক্ষমতায় আসার মূলে ছিল জমি আন্দোলন’।











































