গ্রাম পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ মালদা-১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ হওয়ায় দুটি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে থানায় এফ আই আর করলেন রতুয়া ব্লকের বিডিও। রতুয়া এক নম্বর ব্লকের কাহালা এবং বাহারাল গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে থানায় অর্থ তছরুপের অভিযোগ করলেন রতুয়া এক নম্বর ব্লকের বিডিও। ১০০ দিনের কাজে ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০ ২১ অর্থবর্ষে কাহালা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ৫১লক্ষ টাকা এবং বাহারাল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১৭ লক্ষ টাকা তছরূপের অভিযোগ। গ্রামবাসীদের করা অভিযোগের ভিত্তিতে এই দুই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তদন্ত শুরু করে মালদা জেলা প্রশাসন।
গ্রাম পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ
0%









