ঘাটালে হরপা বানে সেতু ভেঙে জলমগ্ন ঘাটাল পৌরসভা
দাবদাহ লাইভ, ঘাটাল, অক্ষয় গুছাইতঃ কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার বিস্তির্ণ অঞ্চল। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জল জমে যাওয়ার কারণে চরম অসুবিধায় পড়েছে রুগী সহ রুগীর আত্মীয় পরিজন। ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় ঝুমি নদীর উপরে থাকা একটি কাঠের সেতু হড়পা বানে জলের তোড়ে ভেঙে যায়। এরফলে পার্বতীচক, দীর্ঘগ্রাম সহ আরও কয়েকটি গ্রামের মানুষ নদী পারাপারের সমস্যায় পড়েছেন। ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম, বিদ্যাসাগর স্কুল মাঠে জল থৈ থৈ করছে। ঘাটাল পৌরসভার ১৩, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তা জলের তলায় ডুবে গিয়েছে। এলাকাবাসী নিকাশি ব্যবস্থার বেহাল দশার অভিযোগ তুললেও অন্যদিকে কয়েক ঘণ্টার টানা বর্ষায় আনন্দ প্রকাশ করেছেন এলাকার কৃষকরা। শ্রাবণ মাসের মাঝামাঝি সময় ভারী বৃষ্টি না হওয়ার কারণে আটকে ছিল আমন ধানচাষের কাজ।
খবর এক নজরেঃ
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
পুলিশি অত্যাচারে টোটো বিক্ষোভ
পুলিশি অত্যাচারে টোটো চালকদের বিক্ষোভ মিছিল মালদা শহরে
টোটো চালকদের উপর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের অত্যাচারের বিরোধিতা সহ মোট ১১ দফা নিয়ে বিক্ষোভ মিছিল করল মালদা ই-রিস্কা ড্রাইভার এন্ড অপারেটর ইউনিয়ন। সোমবার দুপুর ১টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকা থেকে টোটো চালকদের মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে মিছিল পৌঁছায় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। সেখানে পুলিশ বাধা দিলে ১১ দফা দাবির ভিত্তিতে ইউনিয়নের সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা দাবী সনদ নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে পৌঁছান। পরিস্থিতি সামাল দিতে শহর জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন ২৪ ঘন্টা টোটো বন্ধ রেখে আন্দোলনে সামিল হন সংগঠনের সদস্যরা। সংগঠনের নেতা কৌশিক মিশ্র বলেন, পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার অত্যাচার চালাচ্ছে টোটো চালকদের উপর। দুই শিফটে ভাগ করার পরিকল্পনা চলছে টোটো চালকদের। এই ধরনের বিভিন্ন দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।








