মরু-বিজয়ের কেতন ওড়ালো রবীন্দ্র নাট্য সংস্থা
দাবদাহ লাইভ, হাবরা, হিরণ্ময় চক্রবর্তীঃ ৩১জুলাই গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি। সংস্থার খুদে সদস্যা আলোক বর্তিকা ভট্টাচার্য’র শুভ জন্মদিন উপলক্ষ্যে এই আয়োজন বলে জানান, রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য৷ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শিক্ষক নীরেশ ভৌমিক, পলাশ মণ্ডল, গোবরডাঙ্গা পৌরসভার কমিশনার বাসন্তী ভৌমিক, সংস্থার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। আলোকবর্তিকা কেক কেটে ও উপস্থিত অতিথিদের হাতে গাছের চারা তুলে দিয়ে আজকের এই শুচিশুভ্র অনুষ্ঠানের সূচনা করে ।গোবরডাঙ্গা পৌরসভার ১নং কলোনির রাস্তার দু’পাশে প্রচুর ঝাউ গাছের চারা রোপণ করে সংস্থার একঝাঁক শিশু-কিশোর। পথচলতি শতাধিক মানুষকে অর্জুন, মেহগনি, আকাশমনি, পেয়ারা, ঝাউ ও টগরের মতো রকমারি গাছ বিনামূল্যে বিতরণও করে সংস্থার কলাকুশলীরা। নাট্য সংস্থার মহতী এই আয়োজনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন এলাকাবাসী ৷ এধরণের উদ্যোগ যতই গ্রহণ করা যাবে ততই সমাজের মঙ্গল ৷
নিউজ আপডেট এক নজরে
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
মরু-বিজয়ের কেতন ওড়ালো রবীন্দ্র নাট্য সংস্থা
মরু-বিজয়ের কেতন ওড়ালো রবীন্দ্র নাট্য সংস্থা
৩১জুলাই গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি। সংস্থার খুদে সদস্যা আলোক বর্তিকা ভট্টাচার্য’র শুভ জন্মদিন উপলক্ষ্যে এই আয়োজন বলে জানান, রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য৷ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শিক্ষক নীরেশ ভৌমিক, পলাশ মণ্ডল, গোবরডাঙ্গা পৌরসভার কমিশনার বাসন্তী ভৌমিক, সংস্থার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। আলোকবর্তিকা কেক কেটে ও উপস্থিত অতিথিদের হাতে গাছের চারা তুলে দিয়ে আজকের এই শুচিশুভ্র অনুষ্ঠানের সূচনা করে ।গোবরডাঙ্গা পৌরসভার ১নং কলোনির রাস্তার দু’পাশে প্রচুর ঝাউ গাছের চারা রোপণ করে সংস্থার একঝাঁক শিশু-কিশোর। পথচলতি শতাধিক মানুষকে অর্জুন, মেহগনি, আকাশমনি, পেয়ারা, ঝাউ ও টগরের মতো রকমারি গাছ বিনামূল্যে বিতরণও করে সংস্থার কলাকুশলীরা। নাট্য সংস্থার মহতী এই আয়োজনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন এলাকাবাসী ৷ এধরণের উদ্যোগ যতই গ্রহণ করা যাবে ততই সমাজের মঙ্গল ৷















