গ্রামবাসীদের উদ্দ্যোগে শ্মশানঘাট সাহায্যের আশ্বাস প্রশাসনের
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ ইংরেজবাজার ব্লকের অন্তর্গত মহদীপুর গ্রাম পঞ্চায়েতের শশাঙ্কের রাজধানী গৌড় এলাকায় ভাগিরথী নদীর তীরে আমবাগান ঘেরা দখল গ্রামে নির্মিত শ্মশানঘাট উদ্বোধনে উপস্থিত বিডিও সৌগত চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ ও বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ। উল্লেখ্য, এই এলাকায় এতদিন কোন শ্মশান এবং চুল্লি ছিল না। ফলে প্রিয়জনেরা মারা গেলে দাহ করতে নানা রকম সমস্যায় পড়তে হত গ্রামবাসীদের। তাই গ্রামবাসীদের উদ্যোগে বারদুয়ারি সহ ন’টি গ্রামের মানুষজন নিজেরাই চাঁদা দিয়ে ও ৩ বিঘা জমি দান করে প্রায় ১৭ লক্ষ টাকায় একটি পাকা চুল্লী সহ মন্দির স্থাপিত হয়। পরিকাঠামো উন্নয়নে সরকারী সাহায্যের আশ্বাস স্থানীয় বিডিও ও সভাপতি দিয়েছেন।
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
গ্রামবাসীদের উদ্দ্যোগে শ্মশানঘাট
গ্রামবাসীদের উদ্দ্যোগে শ্মশানঘাট সাহায্যের আশ্বাস প্রশাসনের
ইংরেজবাজার ব্লকের অন্তর্গত মহদীপুর গ্রাম পঞ্চায়েতের শশাঙ্কের রাজধানী গৌড় এলাকায় ভাগিরথী নদীর তীরে আমবাগান ঘেরা দখল গ্রামে নির্মিত শ্মশানঘাট উদ্বোধনে উপস্থিত বিডিও সৌগত চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ ও বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ। উল্লেখ্য, এই এলাকায় এতদিন কোন শ্মশান এবং চুল্লি ছিল না। ফলে প্রিয়জনেরা মারা গেলে দাহ করতে নানা রকম সমস্যায় পড়তে হত গ্রামবাসীদের। তাই গ্রামবাসীদের উদ্যোগে বারদুয়ারি সহ ন’টি গ্রামের মানুষজন নিজেরাই চাঁদা দিয়ে ও ৩ বিঘা জমি দান করে প্রায় ১৭ লক্ষ টাকায় একটি পাকা চুল্লী সহ মন্দির স্থাপিত হয়। পরিকাঠামো উন্নয়নে সরকারী সাহায্যের আশ্বাস স্থানীয় বিডিও ও সভাপতি দিয়েছেন।










