রাস্তা ও নিকাশি নালা নির্মাণে মন্ত্রীর শিলান্যাস জালালপুরে
কেন্দ্রের দ্বিচারিতায় থমকে নেই বাংলার উন্নয়ন– মন্ত্রী সাবিনা ইয়াসমিন
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলার মালতীপুর বিধানসভার জালালপুরে এক শিলান্যাস অনুষ্ঠানে এসে বাংলায় এন.আর.ই.জি.এস প্রকল্পের কেন্দ্রিয় সরকারের প্রায় ৯ হাজার কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ আনলেন। পাশাপাশি ক্ষোভের সাথে জানালেন এত দ্বিচারিতা সত্ত্বেও থমকে নেই বাংলার উন্নয়ন। উল্লেখ্য, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে ঢালাই রাস্তা ও নিকাশি নালা নির্মানের দশটি প্রকল্পের কাজের শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া( আই এ এস),জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব(আই পি এস),জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশী সহ প্রশাসনিক কর্তারা। প্রকল্পের মোট মূল্য তিন কোটি টাকা।
নিউজ আপডেট এক নজরে
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
ধর্মঘট ১০ই আগস্টে ডাককর্মীর
বেসরকারী করণের বিরুদ্ধে ডাক কর্মীরা অবিচল। ডাক বিভাগের কর্মীদের এক মিছিল বারাসাত শহর পরিক্রমা করে এবং শেষে প্রধান ডাক কার্যালয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় বেসরকারী করণের বিরুদ্ধে মানুষকে সচেতন হতে আহ্বান ও ১০ আগস্টে ধর্মঘট সমর্থনের জন্য আবেদন জানান। উল্লেখ্য, অলাভজনক এক কোম্পানির সাথে স্বল্প সঞ্চয় প্রকল্প একত্রি করনের সরকারী তোড়জোর চলছে বলে জানা যায়।



























