বিধায়িকার হাসপাতাল পরিদর্শন ও উন্নয়নের তদারকি
দাবদাহ লাইভ, তন্ময় মাহারাঃ মালদা জেলার মানিকচক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হবার পর হাসপাতালে পরিদর্শন করলেন স্থানীয় বিধায়িকা সাবিত্রী মিত্র। হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে দেখেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর পরিবারের লোকজনের সুবিধা- অসুবিধার কথা শোনেন। এছাড়াও নির্ময়ীমান নতুন হাসপাতাল ভবনের কাজ খতিয়ে দেখেন বিধায়িকা। রোগী কল্যাণ সমিতির একটি সভা অনুষ্ঠিত হয় হাসপাতাল অফিসে। যেখানে নবনিযুক্ত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাবিত্রী মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন, হাসপাতালের বি এম ও এইচ অভিক শংকর কুমার, স্থানীয় থানার আইসি পার্থসারথী হালদার, জয়েন্ট বিডিও রুপা গুপ্তা, সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা। এদিনের মিটিংয়ে হাসপাতালের উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিধায়িকা জানান।
খবর এক নজরেঃ
টেট পাশদের চাকরীর দাবী
বাংলার উন্নয়ন
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলার মালতীপুর বিধানসভার জালালপুরে এক শিলান্যাস অনুষ্ঠানে এসে বাংলায় এন.আর.ই.জি.এস প্রকল্পের কেন্দ্রিয় সরকারের প্রায় ৯ হাজার কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ আনলেন। পাশাপাশি ক্ষোভের সাথে জানালেন এত দ্বিচারিতা সত্ত্বেও থমকে নেই বাংলার উন্নয়ন। উল্লেখ্য, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে ঢালাই রাস্তা ও নিকাশি নালা নির্মানের দশটি প্রকল্পের কাজের শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া( আই এ এস),জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব(আই পি এস),জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশী সহ প্রশাসনিক কর্তারা। প্রকল্পের মোট মূল্য তিন কোটি টাকা।

























