টেট পাশদের বিক্ষোভ ও পথ অবরোধ মেদিনীপুরে
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইতঃ “চোর গুলোকে জেলে ভরো , টেট পাশদের নিয়োগ করো ” এই প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিনব কায়দায় মেদিনীপুর শহরে বিক্ষোভ এবং পথ অবরোধ করল টেট পাশ প্রার্থীরা। গোটা মেদিনীপুর শহর জুড়ে প্রথমে শুরু হয় মিছিল তারপর প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করেন চাকরি প্রার্থীরা। বিক্ষোকারীদের দাবি, ২০১৪ সালে প্রাথমিকের টেট পরীক্ষায় পাশ করেছেন তাঁরা। কিন্তু চাকরী মেলেনি। তাই টেট নট ইনক্লুডেড একতা মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করে আগেও অনেকবার বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। এদিন কালেক্টরেট মোড়ে পথ অবরোধের পাশাপাশি সংসদ অফিসের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। শিশু কোলে নিয়ে মহিলা প্রার্থীরাও অংশ নেন বিক্ষোভ মিছিলে। বিক্ষোভকারীদের কারও হাতে ছিল প্ল্যাকার্ড আবার কারও হাতে ছিল রুটি। তাতে লেখা ছিল দুর্নীতির প্রতিবাদ। তাঁরা স্লোগান দেন “জমছে ঘরে টাকার পাহাড়, বেকার মরে পেটের জ্বালায়, পুলিশ তুমি লাঠি ধরো, চোর গুলোকে জেলে ভরো।”





























