গ্রামীন বিকাশ ব্যাংকে বিজেপির বিক্ষোভে পরিষেবা ব্যাহত
দাবদাহ লাইভ, তমলুক, অক্ষয় গুছাইতঃ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত বাবুর হাট বাজারে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংকে মঙ্গল বার সকালে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে ব্যাংক কর্মীদের খামখেয়ালির কারণে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রাহকদের। ব্যাংক ম্যানেজারকে জানিয়েও কোনও সুফল পাওয়া যায়নি বলে জানান গ্রাহকরা। অধিকাংশ সময় লিংক থাকে না ব্যাংকে। কখনও আবার কর্মী থাকে না অথবা টাকা থাকে না। বর্ষায় দাঁড়ানোর জায়গা থাকে না। টাকা তোলা ও টাকা জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের অহেতুক সমস্যায় ফেলা হয় বলে অভিযোগ। গ্রাহকদের সমর্থনে আজ বিজিপি কর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। এরপর ব্যাংক ম্যানেজারের সাথে বৈঠকে বসেন বিক্ষোভকারীরা। বৈঠকে ব্যাংক ম্যানেজার গ্রাহকদের সমস্যা গুলোর সমাধান করবেন বলে আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।









