বিনামূল্যে ব্রতচারী ও শারীরিক শিক্ষা তারকেশ্বরে
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত বাজিতপুর গ্রামে, ডাক্তার সমীর চক্রবর্তী ও সুধীর সরকার এর উদ্যোগে অথরাইট ট্রেনিং সেন্টার এর ব্যবস্থাপনায় বিনামূল্যে ব্রতচারী, ক্লাব ব্যান্ড ও শারীরিক শিক্ষা প্রদান সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বাজিতপুর গ্রামের বালক সংঘ ক্লাবের মাঠে। এলাকায় গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা (৪ থেকে ১৫ বছর পযর্ন্ত) ব্রতচারী ও শারীরিক শিক্ষা অংশগ্রহণ করবেন। প্রথমে শুরুতে ৬ জনকে নিয়ে এই শিক্ষা কেন্দ্রের পথচলা। আর এখন তার সংখ্যাটা প্রায় ২০০ জন। ডাক্তার সমীর চক্রবর্তী ও সুধীর সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অথরাইট ট্রেনিং সেন্টার বিনামূল্যে ব্রতচারী, ক্লাব ব্যান্ড ও শারীরিক শিক্ষা কেন্দ্র এখন তারকেশ্বর শহর জুড়ে করতে চায়। সুযোগ পেলে জেলা জুড়ে এই প্রশিক্ষণ চলবে। পাশাপাশি আক্ষেপ করে জানান নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বর্তমানে মোবাইলে খুব বেশি আসক্ত হয়ে পড়ছে যা খুবই উদ্বেগের। তাই তাদেরকে আবার প্রানোচ্ছল মাঠ মুখী করতে নতুনভাবে এই উদ্যোগ বলে জানান।









