গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার শিশু নাট্য কর্মশালা
দাবদাহ লাইভ, হাবরা, হিরণময় চক্রবর্তীঃ রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে শুরু হলো বিদ্যালয় ভিত্তিক শিশু নাট্য কর্মশালা। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা রবীন্দ্র নাট্য সংস্থার একটা অন্যতম কাজ। গোবরডাঙ্গা পৌরসভার অন্তর্গত পিছিয়ে পড়া একটি প্রান্তিক গ্রামে কুঠিপাড়া ৷ এই কুঠিপাড়া এফপি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে প্রথম পর্যায়ের এক মাসের এই নাট্য কর্মশালা চলছে । এই কর্মশালা শেষে শিশুদের নিয়ে কর্মশালা ভিত্তিক একটি নাটকও নির্মাণ করা হবে। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে নিয়মিত উপস্থিত থাকছেন নাট্যকর্মী স্মৃতি চক্রবর্তী, রুমকি দে, অতনু রায়, স্বাগত দাস প্রমুখ। মূলত বিভিন্ন খেলার মাধ্যমে শিশুদের সৃজনশীল ক্ষমতাকে উদ্ভাবনকরা এই কর্মশালার উদ্দেশ্য। পরবর্তী পর্যায়ে, আগস্ট মাসে চাঁদপাড়া ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়, ঠাকুরনগর রামচন্দ্রপুর হাইস্কুল গুলিতে এই নাট্য কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানালেন, সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য ৷ অপরেশ বিশ্বাস, সাজাহান মন্ডল ও আব্দুল কাদেরদের মতো শিক্ষকদের বদান্যতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চলছে কচি-কাঁচাদের এই প্রশিক্ষণ ; খুশি অভিভাবকরাও ৷ সুস্থ-সংস্কৃতি প্রসারে এ ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন অনেকেই ৷































