দূষণ মুক্ত পরিবেশ গড়ার বার্তা প্রচারে সাইকেল অভিযান
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ কলকাতার নিউটাউন থেকে সাইকেলে করে শৈবতীর্থ তারকেশ্বরে দূষণমুক্ত পরিবেশ গড়ার বার্তা দিতে পৌঁছলেন নিউটনের বাসিন্দা সমাজসেবী সাইকেলম্যান লক্ষ্মণ চক্রবর্তী। এদিন সকাল ৯ টা ১৫ নাগাদ সাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়েছেন এক গুচ্ছ সচেতনতার বার্তা নিয়ে। প্লাস্টিক বর্জন করুন ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলুন। সুস্থ থাকুন পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করুন ও নিন; কোভিড বিধি মেনে চলুন- অবশ্যই মাস্ক পরুন ও সুরক্ষিত থাকুন; মদ্যপান করে গাড়ি না চালানোর আবেদন নিয়ে যথাযথভাবে পথে চলুন জীবন বাঁচান। ইঞ্জিন চালিত ২ চাকা যান চালক হেলমেট পরুন; নির্দিষ্ট স্টপেজ থেকে প্যাসেঞ্জার তোলা ও নামানোর আবেদন নিয়ে সাইকেলের পেছনে সামনে পিঠে ব্যানার লাগিয়ে এদিন বিকালে তারকেশ্বরে এসে পৌঁছেছেন। তারকেশ্বরে প্রচার অভিযান চালিয়ে চাঁপাডাঙ্গা,শিয়াখালা হয়ে ২৬নং রোড দিয়ে পুনরায় আবার নিজের বাড়িতে ফিরে যাবেন বলে জানান নিউ টাউনের লক্ষণ চক্রবর্তী।


























