যাতায়াতের রাস্তা বেহাল, সংস্কারের আর্জি গ্রামবাসীর
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার শীথলিয়া থেকে হাসনাবাদ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পিচের রাস্তাটি দীর্ঘদিন যাবত ভাঙাচোরা অবস্থায় থাকার ফলে বর্তমানে হয়ে উঠেছে যাতায়াতের একেবারে অযোগ্য। ওই রাস্তাটির উপর নির্ভর করেই চলছে হিঙ্গলগঞ্জের বিষপুর গ্রাম পঞ্চায়েত ও রূপমারী গ্রাম পঞ্চায়েতের জনজীবন। গ্রাম থেকে শহরতলি বা স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালতে যেতে প্রতিটি মানুষেরই ভরসা ওই রাস্তাটি। আর সেই রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় থাকার ফলে ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসীরা। বিশেষত বাইলানি বাজারের কাছে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। ফলে প্রায়শই ঘটে ছোট বড়ো দূর্ঘটনা। দূর্ঘটনার কবলে পড়ে পথচলতি গাড়িঘোড়ার বিপুল পরিমান ক্ষতি হবার পাশাপাশি অকালে শেষ হয়ে গেছে বহু তরতাজা প্রাণ। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় সহ পথচলতি মানুষদের এমনটাই জানায় স্থানীয়রা। ওই রাস্তা সম্পর্কে বাইলানি বাজারের ব্যবসায়ীরা জানান পিচের রাস্তা থেকে পিচ উঠে গিয়ে ইট, পাথর বেড়িয়ে গেছে বহুদিন আগেই। অজস্র মানুষ প্রতিদিন ওই রাস্তা দিয়েই যাতায়াত করেন। খানাখন্দে ভরা রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে বর্ষার সময় জল জমে একেবারে ডোবায় পরিনত হয়। ফলে প্রায়শই দূর্ঘটনার কবলে পড়ে পথচলতি মানুষজন থেকে গাড়িঘোড়া। রাস্তার দুই ধারে থাকা দোকানে ক্রেতারা আসলে তারা রাস্তার জমা জলে প্রায় স্নান সেরে বাড়ি ফেরেন। ওই রাস্তা দিয়েই গাড়িঘোড়া যাতায়াতের ফলে দোকানে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়। রাস্তাটি সংস্কারের জন্য বহুবার পঞ্চায়েত, প্রশাসনমন্ডলীকে জানিয়েও কোনোরূপ সুরাহা মেলেনি বলে অভিযোগ ব্যাবসায়ীমহল সহ স্থানীয়দের। অবিলম্বে রাস্তাটি সংস্কারের আর্জি জানায় ব্যাবসায়ীমহল, স্থানীয় সহ পথচলতি মানুষেরা। এ প্রসঙ্গে বিষপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা সইদুল শেখ রাস্তাটির অবস্থা যে খুবই খারাপ তা স্বীকার করে নিয়ে বলেন ওই রুটে গাড়ি চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, সেই সব গাড়ি চালকদের আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে চলেছেন ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষেরা। অতএব সাধারণ মানুষ যাতে ওই রাস্তা দিয়ে দ্রুত শীথলিয়া থেকে হাসনাবাদ পৌঁছাতে পারে তার জন্য তিনি বিধায়ক দেবেশ চন্দ্র মন্ডলের সাথে কথা বলেছেন। বিধায়ক সমস্ত দিক বিচার বিবেচনা করে দ্রুত ওই রাস্তা সংস্কার করার আশ্বাস দিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান সইদুল শেখ।
যাতায়াতের রাস্তা বেহাল, সংস্কারের আর্জি গ্রামবাসীর
0%









