নৈতিক জয়ের লড়াই- চাকরীতে যোগ দিয়ে ববিতা
দাবদাহ লাইভ, সজল দাশগুপ্তঃ এক চাকুরী প্রার্থী ববিতা সরকার বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর জায়গায় শিক্ষকের চাকরিতে যোগদান করল। যোগদান করেই ববিতা জানালেন, নৈতিক জয়লাভের কথা। সকলেই চাকরি পেলে তবেই জয়লাভ জানাতে ভোলেন নি তিনি। মুল লক্ষ্য এতদিন ধরে যারা রোদে পুড়ে জলে ভীজে আন্দোলন করছেন তারা যেন চাকরি পায়। পার্থ চট্টোপাধ্যায় বা টাকার জন্য এ লড়াই নয় বলেও জানালেন।
নৈতিকতার জয় বলে জানালেন ববিতা
0%









