দাঁতনে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণে এলাকায় চাঞ্চল্য
দাবদাহ লাইভ,দাঁতন, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুরের দাঁতনের খন্ডরুই এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছাড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মহকুমা পুলিশ আধিকারিক শামিম বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য আবু তাহিরের ছেলেকে আটক করেছে দাঁতন থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বোমা মজুত করে রাখা ছিল বাড়িতে, আর সেটি ফেটেই বিস্ফোরণ। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা ১১টা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা প্রথমে ভয়ে ঘরের বাইরে বের হননি। পরে শব্দের উত্স সন্ধানে তাঁরা বের হন। জানতে পারেন, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত আবু তাহের মল্লিকের বাড়ির একাংশ ভেঙে পড়েছে। জানালার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বাড়িও। খণ্ডরুই গ্রামের বাসিন্দা সেরাজ্জুদ্দিন মল্লিক বলেন, ‘বাড়িতে ছিলাম, হঠাৎ বিস্ফোরণ, এসে দেখি এখানের পাল্লাটা উড়ে গেছে। তারপর দেখি দু-একজন ছিল, তারা ছুটে পালিয়ে গেছে। এখানে বোমা তৈরি হতো বলেও দাবি করেন ওই ব্যক্তি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, তাতে জখম হয়েছেন অন্য বাড়ির এক বাসিন্দাও। অভিযুক্ত তাহের মল্লিকের পুত্রবধূ সায়েদা বিবি বলেন, ‘তাহের মল্লিক আমার শ্বশুর। তিনি বোমা রেখেছিলেন কিনা জানি না। আমি শ্বশুরের সঙ্গে থাকি না। আলাদা থাকি।” বিস্ফোরণে পাশের একটি মসজিদেরও ক্ষতি হয়। ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে। এলাকাবাসীরাই প্রথমে দেখেন, বাড়ির ভিতরে কেউ রয়েছেন কিনা। তবে এই ঘটনায় বাড়ি থেকে আহত অবস্থায় কেউ উদ্ধার হননি। জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, “নতুন নতুন বোমার কারখানা আবিষ্কার হচ্ছে। আজকে এখানে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হল। আবু তাহের মল্লিকের নাম ২ বছর আগেও এক বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িয়েছে।” তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি বলেন, বিজেপি অভিযোগের পার্টি। একটা বাড়িতে বোমা কিংবা পটকা ফেটেছে। ব্যস তৃণমূলের নামে দোষ দিয়ে দিল। আমাদের দলের লোক কোনও বিস্ফোরণের সঙ্গে যুক্ত নয়।”









