আরটিপিসিআর রিপোর্ট জাল করার অভিযোগে আটক ১
দাবদাহ লাইভ, নিউ টাউন, বৈশাখী সাহাঃ একটি ল্যাবের নথি জাল করে ভুয়ো আরটিপিসিআর এর রিপোর্ট তৈরি করার অভিযোগে তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলা এলাকা থেকে এক ইন্জিনিয়ারকে আটক করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার নিউটাউন চিনার পার্কে অবস্থিত “সিকিওর ল্যাব”এর কর্ণধার দ্বীপ রঞ্জন চক্রবর্ত্তী বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই মর্মে যে, দীর্ঘদিন যাবত তাঁর ল্যাবের নামে একটি ভুয়ো ওয়েবসাইট বানিয়ে, ল্যাবের নাম ও লোগো ব্যবহার করে আরটিপিসিআর এর জাল রিপোর্ট তৈরি করে লোক ঠকানো কারবার চলেছে। এমনকি অর্থের বিনিময়ে ওই ভুয়ো রিপোর্ট দিয়ে যে সকল মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, তারা কেউই “সিকিওর ল্যাব” থেকে কোভিড পরীক্ষার জন্য কোনোরূপ টেস্ট করায়নি বলেও অভিযোগ করেন তিনি। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্র মারফত জানতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা এলাকার বাসিন্দা প্রিয়ম মন্ডল নামে পেশাগতভাবে একজন ইন্জিনিয়ার “সিকিওর ল্যাব”এর নামে একটি ওয়েবসাইট তৈরি করে। এরপর সেই ওয়েবসাইট মারফত ওই ল্যাবের নাম ও লোগো যুক্ত কাগজে জাল করা চিকিৎসকের স্বাক্ষর সহ আরটিপিসিআর এর ভুয়ো রিপোর্ট তৈরি করে সাধারণ মানুষকে দিত। এমনই তথ্য বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে আসা মাত্রই সূত্র অনুযায়ী বিষ্ণুপুর থানার আমতলা এলাকায় হানা দিয়ে অভিযুক্ত প্রিয়ম মন্ডলকে আটক করে পুলিশ। একইসাথে বেশ কিছু জাল রিপোর্ট, ওয়েবসাইট, মোবাইল ফোন ধৃতের কাছ থেকে উদ্ধার করে হয়েছে বলে জানায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে বিধাননগর আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃত ইন্জিনিয়ার কেন ওইরূপ কাজ করেছিল, তাঁর ওই কর্মকান্ডের সাথে আর কেউ যুক্ত কিনা, রিপোর্ট পিছু সে কত টাকা নিত? তদন্ত সাপেক্ষে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা যাবে বলে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্রে খবর।













