Banner Top

ভাড়াটিয়ার প্রহারে জখম বাড়িওয়ালা

 

Landlord Haroa

ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা প্রহারে হাসপাতালে চিকিৎসাধীন

  দাবদাহ লাইভ, হাড়োয়া, বৈশাখী সাহাঃ  বাড়ি ভাড়ার বকেয়া টাকা চাইতে গেলে শুরু হয় ভাড়াটিয়ার সাথে বাড়িওয়ালার বচসা। এরপর ভাড়াটিয়ার প্রহারেই গুরুতর জখম হয় বাড়িওয়ালা। ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ভাড়াটিয়াকে আটক করে। রাতে হাড়োয়ার উত্তর গরদহ এলাকায় ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত উত্তর গরদহ এলাকার বাসিন্দা ৩৮ বছরের মোজাফফর আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায় মোজাফফর নিউটাউন এলাকার এক ব্যাক্তিকে তার বাড়িতে ভাড়া থাকতে দেন। দু মাস যাবত ভাড়াটে ব্যাক্তি বাড়ি ভাড়ার অর্থ প্রদান না করায় শুক্রবার রাতে ওই ভাড়াটে ব্যাক্তিকে বাড়িতে পেয়ে তার কাছে বাড়ি ভাড়ার বকেয়া অর্থ দাবি করে বাড়িওয়ালা। বাড়ি ভাড়ার বকেয়া অর্থ দাবি করা নিয়ে ভাড়াটে ও বাড়িওয়ালার মধ্যে শুরু হয় বচসা। এরপর ভাড়াটে ব্যাক্তি আচমকাই বাড়িওয়ালাকে বেধড়ক প্রহার করতে শুরু করলে গুরুতর জখম হয় বাড়িওয়ালা। জনরোষের কবলে পড়ে ভাড়াটে ব্যাক্তি। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনরোষের হাত থেকে ভাড়াটে ব্যাক্তিকে উদ্ধার করে ও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। অন্যদিকে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় বাড়িওয়ালা মুজাফফরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাড়োয়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন। এদিনের ঘটনার কথা উল্লেখ করে শনিবার হাড়োয়া থানায় অভিযুক্ত ভাড়াটের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত ভাড়াটে ব্যাক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয়রা। অভিযোগটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় হাড়োয়া থানার পুলিশ।

কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা

কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা হাড়োয়ায়

কৃতি সংবর্ধনা

কৃতি পড়ুয়াদের সংবর্ধনা হাড়োয়ায়

দাবদাহ লাইভ, হাবরা, বৈশাখী সাহাঃ    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। শনিবার উত্তর ২৪ পরগনা জেলার হাবরার কলতান প্রেক্ষাগৃহে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, হাবরা পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, উপ পৌরপ্রধাণ সীতাংশু দাস সহ তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ। এদিনের অনুষ্ঠানে ২০২২ সালে হাবরা পৌর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮৫ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। হাবরার বিধায়ক নিজ হাতে ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করেন। আগামীতে হাবরা পৌর এলাকার আরও ৫০ জন দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হবে এবং প্রতি মাসে তাদের আর্থিক সাহায্য করা হবে বলে সংবাদমাধ্যমকে জানান বনমন্ত্রী তথা হাবরার বিধায়ক। এদিন স্বয়ং বিধায়ক তথা বনমন্ত্রীর হাত থেকে সম্বর্ধনা পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা।

কৃতি পড়ুয়াদের সংবর্ধনা হাড়োয়ায়
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment