ভাড়াটিয়ার প্রহারে জখম বাড়িওয়ালা
দাবদাহ লাইভ, হাড়োয়া, বৈশাখী সাহাঃ বাড়ি ভাড়ার বকেয়া টাকা চাইতে গেলে শুরু হয় ভাড়াটিয়ার সাথে বাড়িওয়ালার বচসা। এরপর ভাড়াটিয়ার প্রহারেই গুরুতর জখম হয় বাড়িওয়ালা। ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ভাড়াটিয়াকে আটক করে। রাতে হাড়োয়ার উত্তর গরদহ এলাকায় ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত উত্তর গরদহ এলাকার বাসিন্দা ৩৮ বছরের মোজাফফর আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায় মোজাফফর নিউটাউন এলাকার এক ব্যাক্তিকে তার বাড়িতে ভাড়া থাকতে দেন। দু মাস যাবত ভাড়াটে ব্যাক্তি বাড়ি ভাড়ার অর্থ প্রদান না করায় শুক্রবার রাতে ওই ভাড়াটে ব্যাক্তিকে বাড়িতে পেয়ে তার কাছে বাড়ি ভাড়ার বকেয়া অর্থ দাবি করে বাড়িওয়ালা। বাড়ি ভাড়ার বকেয়া অর্থ দাবি করা নিয়ে ভাড়াটে ও বাড়িওয়ালার মধ্যে শুরু হয় বচসা। এরপর ভাড়াটে ব্যাক্তি আচমকাই বাড়িওয়ালাকে বেধড়ক প্রহার করতে শুরু করলে গুরুতর জখম হয় বাড়িওয়ালা। জনরোষের কবলে পড়ে ভাড়াটে ব্যাক্তি। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনরোষের হাত থেকে ভাড়াটে ব্যাক্তিকে উদ্ধার করে ও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। অন্যদিকে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় বাড়িওয়ালা মুজাফফরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাড়োয়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন। এদিনের ঘটনার কথা উল্লেখ করে শনিবার হাড়োয়া থানায় অভিযুক্ত ভাড়াটের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত ভাড়াটে ব্যাক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয়রা। অভিযোগটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় হাড়োয়া থানার পুলিশ।



























