Banner Top

কেষ্ট ছাড়া একুশে জুলাই, জল্পনা তুঙ্গে

অনুব্রত

অনুব্রতহীন সভা একুশে জুলাই-শ্রদ্ধাঞ্জলি

    দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইতঃ রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের ২১ জুলাই এর শহীদ সমাবেশ ছিল গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। করোনা সংক্রমণের কারণে পর পর দুই বছর বন্ধ ছিল ধর্মতলার শহীদ সমাবেশ । ২১ জুলাই নিয়ে কর্মী থেকে নেতা সবার মধ্যেই ছিল চরমে। কিন্তু এবারের এই গুরুত্বপূর্ণ সমাবেশে অনুপস্থিত থাকলেন মমতা ব্যানার্জির আদরের কেষ্ট! হ্যাঁ বীরভূমের অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । যাবেন যাবেন করে শেষটায় আর আসলেন না। প্রস্তুতি পর্বে বীরভূমে পার্টির বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকও করেছিলেন। সেদিন তাকে বলতে শোনা গিয়েছিল, “২১ শে জুলাই একটা আবেগ, একটা সংগ্রাম”। শরীর অসুস্থ থাকলেও অল্প সময়ের জন্য যাবেন বলে জানিয়েছিলেন। আরও জানিয়েছিলেন বীরভূম জেলা থেকে ২ লক্ষ মানুষকে হাজির করবেন। শেষে অনুব্রত মণ্ডল এবারে আসলেন না। রাজনৈতিক মহলের জল্পনা গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসার মামলায়  সিবিআই জেরায় জর্জরিত অনুব্রত, হয়তো এসব নিয়ে নেত্রীর সাথে একটু দূরত্ব বেড়েছে আর তার জন্যই এই অনুপস্থিতি। জানা গিয়েছে সারাদিন বোলপুরে নিজের বাড়িতেই ছিলেন তিনি । বাড়িতে বসে টিভিতেই দেখলেন শহীদ সমাবেশের ছবি, শুনলেন নেত্রীর নির্দেশ ও পরামার্শের কথা।  

কেষ্ট ছাড়া একুশে জুলাই, জল্পনা তুঙ্গে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment