একুশে জুলাই মেয়র ঘরবন্দী
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ এই প্রথম ২১শে জুলাইয়ের শহিদ সভায় যেতে পারলেন না শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গত দু’বছর কোভিডের জন্যে ২১শের শহিদ সভা হয়নি ধর্মতলায়। সভা হয়েছিল ভার্চুয়াল। জেলায় জেলায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দলের সুপ্রিমোর বক্তব্য শুনেছিলেন নেতা কর্মীরা। করোনা মহামারি কাটিয়ে দু’বছর পর এই সভা। এ বারে তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ, উন্মাদনা রয়েছে। ৪-৫ দিন আগেই রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূলের কর্মী, সমর্থকেরা পৌঁছে গিয়েছেন কলকাতায়। দু বছর আগে তিনিও ৩-৪ দিন আগেই পৌঁছে যেতেন কলকাতায়। কিন্তু শরীর আর দিচ্ছে না। আর এই কারনেই ২১ শে জুলাই শিলিগুড়ির কলেজপাড়ার নিজের বাড়ির চার দেওয়ালে বন্দি থাকবেন তিনি। তিনি উত্তরবঙ্গের দাপুটে, দক্ষ, প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলিয়েছেন। আজকে তিনি তার শারীরিক অসুস্থতার জন্য ঘরবন্দি।তবে তার মন পড়ে আছে একেবারে কলকাতাতে। যোগাযোগ রাখছেন তিনি উত্তরবঙ্গের সব বড়বড় নেতাদের সাথে। আর অপেক্ষায় আছেন কবে তিনি আবার যোগ দেবেন শিলিগুড়ি পুরসভাতে। দিন গুনছেন মেয়র গৌতম দেব

































