ফেসবুক হ্যাক, গ্রেফতার বসিরহাটের ছাত্র
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ মোবাইল ফোন, ফেসবুক হ্যাক করে মানুষকে বিভ্রান্ত করা – এ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সাধারন মানুষের পাশাপাশি এবার প্রধান বিচারপতির ফেসবুক প্রোফাইল হ্যাক করার ঘটনা উঠে এল জনসম্মুখে। উত্তরাখন্ড হাইকোর্টের প্রধান বিচারপতির ফেসবুক হ্যাক করে উস্কানিমূলক ও উত্তেজনামূলক নানান মন্তব্য পোস্ট করার অপরাধে এক যুবককে আটক করে পুলিশ। সম্প্রতি, মাটিয়া থানার বেগমপুর এলাকা থেকে এমনই ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বেগমপুরের বাসিন্দা হবিবর মিস্ত্রির পুত্র, বেগমপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র ১৮ বছরের রজিবুল মিস্ত্রি। গত আড়াই মাস আগে উত্তরাখন্ড হাই কোর্টের প্রধান বিচারপতি বাপিন সাঙ্গী-র ফেসবুক প্রোফাইল হ্যাক করে সে। এরপর সেখানে হুমকি সহ একাধিক উস্কানিমূলক কথাবার্তা পোস্ট করলেও চুপ ছিলেন বিচারক। কয়েকদিন পূর্বে রজিবুল ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। এরপর বিচারকের পক্ষ থেকে ১৮ই জুলাই উত্তরাখন্ডের মৈলাতল জেলার মল্লিতাল থানায় একটি অভিযোগ দায়ের করা হলে নড়েচড়ে বসে উত্তরাখন্ডের পুলিশ প্রশাসন। বিচারকের অভিযোগের ভিত্তিতে রজিবুলের মোবাইল ফোন ও লোকেশন ট্যাপ করে পুলিশ জানতে পারে অভিযুক্ত বসিরহাটের মাটিয়া থানার বেগমপুর এলাকার বাসিন্দা। তৎক্ষনাৎ মাটিয়া থানার পুলিশের সাথে যোগাযোগ করে উত্তরাখন্ডের মল্লিতাল থানার পুলিশ। এরপর মল্লিতাল থানার পুলিশের একটি প্রতিনিধিদল ওই থানার সাব ইন্সপেক্টর দীপক ভিক্টরের নেতৃত্বে মাটিয়া থানায় এসে পৌঁছায় এবং মাটিয়া থানার সহযোগিতায় বুধবার সকালে অভিযুক্ত রজিবুলকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে ২০শে জুলাই বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ৩ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক। এরপর ট্রানজিট রিমান্ডে ধৃত রজিবুলকে উত্তরাখন্ডে নিয়ে যায় মল্লিতাল থানার পুলিশ। আগামী ২৩শে জুলাই ধৃতকে উত্তরাখন্ড আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
ছবিতে এক নজরেঃ
- 1


























