ক্রিকেটে আবার কোহলি শুধু সময়ের অপেক্ষা
দাবদাহ লাইভ, দেবর্ষি ব্যানার্জীঃ বিরাট কোহলি, বিশ্ব ক্রিকেটের এক উল্লেখযোগ্য নাম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনটে ফর্মাট মিলিয়ে যার আছে প্রায় ২৩০০০ রান। মোট ৭০ টা সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকরের পর সর্বোচ্চ সেঞ্চুরির অধিকারী। যাকে বিশ্ব ক্রিকেট ‘ রান মেশিন’ বলা হয়। কিন্তু সম্প্রতি তার ক্রিকেটে অফ ফর্ম আসে। যদিও পৃথিবীর প্রতিটা ক্রিকেটারের জীবনেই চড়াই উতরাই আসে। কিন্তু বিরাট কোহলির মতো ব্যাটার দের কেরিয়ারে উতরাই বেশিদিন স্থায়ী হয়না । তিনি শীঘ্রই যে রানে ফিরবেন প্রত্যেক খেলোয়াড় ও ক্রীড়া প্রেমী দের দৃঢ় বিশ্বাস। কিন্তু তার উতরাই এর সময়টাতে প্রত্যেক বিরাট ভক্তদের মনে প্রশ্ন। কবে ‘রান মেশিন’ ফর্মে ফিরবে? সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্স আশানুরুপ ছিলনা। টিম জিতলেও বিরাট কোহলির মতো ব্যাটারদের কাছে সমস্ত ক্রিকেট ভক্তদের একটা প্রত্যাশা থাকে। টিম জিতলেও বিরাটের এই ফর্ম নি:সন্দেহে বিরাট ভক্তদের আশাহত করেছে। অষ্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এর মতে ” বিরাট কোহলির মতো খেলোয়াড় সবসময় প্রতিপক্ষ দলের কাছে একটা বিভীষিকা”।অব ফর্ম পৃথিবীর সমস্ত খেলোয়াড়দের গেছে কিন্তু যারা প্রত্যাবর্তন করেছেন তারা প্রত্যকেই কিংবদন্তি তা প্রমাণ করেছেন। তাই বিরাট কোহলি ও নিঃসন্দেহে একজন কিংবদন্তি খেলোয়াড় তাই তার ফর্মে ফেরা শুধু সময়ের অপেক্ষা।


























