Banner Top

১৭ হাজার চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর 

21july kol

একুশের সভা চাকরীর সভা; একুশে চলো দিল্লীর-হাঁক

  দাবদাহ লাইভ, কোলকাতা, অক্ষয় গুছাইতঃ ধর্মতলার শহীদ দিবসের মঞ্চ থেকে শিক্ষক নিয়োগের প্রসঙ্গে ১৭ হাজার চাকরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ” কোর্টে কেস চলছে তাই, নাহলে আমাদের ১৭ হাজার পোস্ট রেডি আছে।” কলকাতা হাই  কোর্টের সিনিয়র আইজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বাম এবং বিজেপি নেতাদের একহাত নেন তিনি । মমতা আরও বলেন ” আমরা চাই চাকরি হোক , বিজেপি চায় চাকরি যাক। সেই জন্য ওরা কুটুস কুটুস করে পিঁপড়ের মতো কামড় দিচ্ছে। একদিক দিয়ে আমাকে বন্ধ করলে, আমি অন্য দিক দিয়ে চালু করব। আমি জানি, রাস্তা কিভাবে বার করতে হয়। ” মুখ্য মন্ত্রীর এই ঘোষণার পরে চিন্তায় পড়েছেন চাকরি যাওয়ার আশঙ্কায় থাকা শিক্ষক- শিক্ষিকা থেকে শিক্ষক পদ প্রার্থী বেকাররা। তাদের চিন্তা “১৭ হাজার চাকরি তবে কাদের জন্য ?” এর আগে অন্য একটি সভায় মুখ্যমন্ত্রীকে শোনা যায় ” কারুর চাকরি যেতে দেবো না। আমি মুশকিল আসন “। আজ ফের শহীদ সমাবেশের মঞ্চ থেকে তিনি বলেন আমার সব রাস্তা জানা আছে।” শিক্ষক নিয়োগে  দুর্নীতির বিষয়টি প্রমাণিত হলে  যে সমস্ত  শিক্ষক – শিক্ষিকার চাকরি যাবে , তারাই ঘুরপথে এই ১৭ হাজার পোস্টে চাকরি পাবে এমনটাই ধারণা শিক্ষক পদপ্রার্থী বেকার যুবক যুবতীদের। মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্লোগান তোলেন ” চাকরি কাড়া সরকার, আর নেই দরকার।” তার নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার। তার ধারণা বিজেপি – ই এই সমস্ত মামলা করাচ্ছে। বিজেপির পাশাপাশি সি পি এমের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন ” ১০ থেকে ১৫ লক্ষ টাকায়  চাকরি বিক্রি হয়েছিল   সি পি এম আমলে। খোঁজ নিয়ে দেখুন ওদের মুখপত্র (গণ শক্তি) র সব সাংবাদিকের বউ চাকরি করে।” আইন  জিবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হুশিয়ারি দিয়ে মমতা বলেন ” খুলবো নাকি বার্থ সার্টিফিকেটের ফাইল?”

১৭ হাজার চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment