জিএসটি বৃদ্ধিতে সাধারণ মানুষের ভোগান্তি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ জিএসটির বিরোধিতা করে এদিন আবারও পথে নামল দার্জিলিং জেলা সিপিআই। মঙ্গলবার শিলিগুড়ি শহরের হাসমিচকে থালা বাজিয়ে বিক্ষোভ দেখায় কর্মীরা। এদিন শহরের বিধান মার্কেটে জিএসটির জন্য ক্রেতা ও বিক্রেতারদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা আগামীতে এর ফলে কি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপর সে বিষয়ে সচেতনও করা হয় ।অন্যদিকে বিধান মার্কেটের বিক্রেতাদের একাংশ, প্যাকেট জাতীয় খাদ্য সামগ্রীতে জিএসটি লাগু হওয়ার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি হবে বলে আশঙ্কা প্রকাশ করে। বাজারে দোকানগুলোতে ক্রেতার সংখ্যা এমনি কম। তার ওপর জিএসটি বৃদ্ধি পাওয়ায় ক্রেতার সংখ্যা আরও কমবে বলে তারা জানান। বাজারে মানুষের ভীড় একেবারেই নেই। জিএসটির প্রভাব তাই দৈনন্দিন জীবন যাত্রার উপর পড়বে বলে আশঙ্কায় ধুঁকছে সাধারণ মানুষ।
























