মিস্ত্রীর অভাবে সাঁঝবাতি অজ্বলা মিনাখাঁয়
অবিলম্বে বাতি মেরামতীর দাবী স্থানীয়দের
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ সন্ধ্যা নামতেই যে বাতির আলোয় আলোকিত হয়ে উঠতো এলাকা, সেই বাতিতে আজ জ্বলে না আলো। দীর্ঘদিন ধরে আলো জ্বলার অপেক্ষায় আজও আঁধারে দাঁড়িয়ে বহুমূল্য সেই সাঁঝবাতি। অবিলম্বে সাঁঝবাতিটি সংস্কার করে এলাকা আলোকিত করে তোলার আর্জি জানায় মিনাখাঁর বামুনপুকুর বাজারের স্থানীয়রা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার অন্তর্গত বামুনপুকুর বাজার এলাকায় রয়েছে এক লক্ষাধিক টাকার সাঁঝবাতি। যা বছর চারেক পূর্বে সাংসদ তহবিলের আর্থিক সাহায্যে বাজারে যাতায়াতকারি সকলের সুবিধার্থে স্থাপন করা হয়েছিল। সন্ধ্যে নামতেই সাঁঝবাতিটির আলোয় আলোকিত হয়ে উঠতো বাজার এলাকা। এলাকায় আলো থাকায় কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি ক্রেতা থেকে বিক্রেতার। কিন্তু বাতিটি স্থাপন করার পর রক্ষণাবেক্ষণের অভাবে লাইটটা খারাপ হয়ে যায়। ফলে পুনরায় বামুনপুকুর বাজার চত্বর সন্ধ্যা নামতেই একেবারে আঁধারে ডুবে যায়। আলো না থাকায় প্রতিদিনই বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয়ে চলেছে বাজার চত্বরে যাতায়াতকারী লোকজনেরা। সংস্কারের অভাবে বহু মূল্যবান সাঁঝবাতিটি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে বসেছে। প্রায় তিন বছর যাবত বাতিটি খারাপ হয়ে পড়ে থাকলেও হুঁশ নেই প্রশাসনের এমনটাই অভিযোগ স্থানীয়দের। অবিলম্বে ওই বাতিটি সংস্কার করে বাজার এলাকা আলোকিত করে তোলার আর্জি জানায় স্থানীয়রা। এ প্রসঙ্গে মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি গোপেশ চন্দ্র পাত্র জানান ওই সাঁঝবাতি মেরামত করার মিস্ত্রি এলাকায় না থাকায় সুদূর কলকাতা থেকে তাদের আনতে হয়। শুধুমাত্র একটি বাতি মেরামতের জন্য কলকাতা থেকে সহসা আসতে চায় না বলে তিনি আরও দাবি করেন। তবে ওই বাজার চত্বরে যাতায়াতকারী জনসাধারণের সমস্যা সমাধানের জন্য সাঁঝবাতিটি দ্রুত সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।


























