Banner Top

এক ডাকে অভিষেক- ডায়মন্ডহারবার বিধায়কের সূচনা

  দাবদাহ লাইভ, ডায়মন্ড হারবার, বাইজিদ মন্ডলঃ   রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিদিকে বলো কর্মসূচি অনুষ্ঠিত হয়ে ছিল। তারই অনুসরণ করে স্থানীয় বিধায়ক পান্নালাল হালদারের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয় “এক ডাকে অভিষেক”। ডায়মন্ডহারবার বিধান সভার সকল মানুষের সুবিধার্তে রবীন্দ্র ভবনে এই কর্মসূচীর শুভ সূচনা হয় এদিন।  “এক ডাকে অভিষেক” ৭৮৮৭৭৭৮৮৭৭ এই নাম্বার। উপস্থিত ছিলেন ব্লক১যুব সভাপতি গৌতম অধিকারী, ব্লক২ তৃনমূল কংগ্রেস সভাপতি অরুমোয় গায়েন, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা মহিলা তৃনমূল সভাপতি মনমহিনী বিশ্বাস, ব্লক২ যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন, টাউন তৃনমূল সভাপতি অমিত সাহা, পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস, টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার, সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা, পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধান সভার সকল পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত প্রধান ও সদস্য ও আরও তৃণমূলের অন্যান্য সকল নেতৃত্বরা। কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দেগে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে থেকে  বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিধায়ক পান্নালাল হালদার। এদিন ডায়মন্ড হারবার বিধান সভার সকল তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এক ডাকে অভিষেক এর প্রতি গ্রামে গ্রামে প্রচার শুরু হবে। এবং ২০২৪ শে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে এই লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে বিজয়ী করে এবং  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী রূপে দেখতে চান।

User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment