রহড়া বিজ্ঞান চক্রের অরণ্য সপ্তাহ উদযাপন
দাবদাহ লাইভ, রহড়া, অক্ষয় গুছাইতঃ “একটি গাছ একটি প্রাণ ” এই স্লোগানকে হাতিয়ার করে সমগ্র রাজ্যের সাথে অরণ্য সপ্তাহ পালন করল উত্তর চব্বিশ পরগনার রহড়া থানার অন্তর্গত রহড়া রঙ্গলাল ভট্টাচর্য্য বিজ্ঞান চক্র। পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের এই শাখার উদ্যোগে চারা গাছ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় । প্রসঙ্গত উল্লেখ্য রহড়া রঙ্গলাল ভট্টাচর্য্য বিজ্ঞান চক্রের প্রথম সভাপতি, বিজ্ঞান আন্দোলনের অন্যতম নেতা তথা প্রাক্তন প্রধান শিক্ষক অচিন্ত কুমার মুখোপাধ্যায়ের আজ দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। বিজ্ঞান আন্দোলনে তার অবদানকে স্মরণ করে আজকের মূল অনুষ্ঠানটি হয় রহড়া কল্যাণ নগর উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্রের সম্পাদিকা বর্ণালী চৌধুরী, সভাপতি মানস ব্যানার্জী, কার্যকরী সভাপতি সত্যব্রত দাশগুপ্ত,অপু সুর এবং বিশিষ্ট অধ্যাপক ও সঙ্গীতজ্ঞ ডক্টর মানস মৌলিক। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমীর মণ্ডল, শুক্লা সেনগুপ্ত, পার্থ দাশগুপ্ত এবং বিশিষ্ট চিকিৎসক গৌতম মুখার্জি। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে এলাকার বিভিন্ন স্কুলে এবং ক্লাবের সামনে বৃক্ষ রোপণ করা হয় এবং মোড়ল পাড়ার ৭০ জন গ্রামবাসীর হাতে তুলে দেওয়া হয় মেহগিনি, শিশু,পিয়ারা সহ বিভিন্ন ফলের গাছ। গ্রামবাসীরাও এই গাছগুলোকে বাঁচিয়ে রেখে বড় করার প্রতিশ্রুতি দেয়। মোড়ল পাড়ার অনুষ্ঠানে ডক্টর মানস মৌলিকের বক্তব্য গ্রামবাসীদের আকৃষ্ট করে। কল্যাণগড় স্কুলের প্রাক্তন ছাত্র ননিগোপাল সাহার সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানে অন্য মাত্রা পেল।








