Banner Top

আলুর বন্ড প্রতারণার দায়ে ধৃত ১

আলু বন্ড প্রতারক

জাল আলুর বন্ড নিয়ে হিমঘরে এসে ধরা পড়ল এক প্রতারক

  দাবদাহ লাইভ, শালবনী, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা ফাঁড়ি সংলগ্ন জয়পুর হিমঘরে  আলুর বন্ড প্রতারণার দায়ে সলিল মান্না নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শালবণী থানার অন্তর্গত  পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। কৃষকদের সাথে ঘটলো প্রতারণা। এমনই এক প্রতারককে গ্রেপ্তার করল পুলিশ। উল্লেখ্য, হিমঘরের তিনটি আলুর বন্ড নিয়ে ২৫০ বস্তা করে মোট ৭৫০ বস্তা অর্থাৎ ৩৭৫ কুইন্টাল আলু তুলতে আসে গোয়ালতোড়ের কদমডিহার বাসিন্দা সলিল মান্না (৪৫)। আলুর বন্ডগুলি দেখে সন্দেহ হয় হিমঘর ম্যানেজারের। তৎক্ষণাৎ তিনি খবর দেন পুলিশে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করে । জেরায় সলিলের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে পুলিশ তাকে গ্রেপ্তার করে। হিমঘর ম্যানেজারের তৎপরতায় এযাত্রায় সর্বস্বান্ত হওয়ার হাত থেকে রক্ষা পেলেন তরুণ মাহাত সহ তিন কৃষক। তিনজন কৃষকের অজান্তেই তাদের বন্ড এর নকল বন্ড তৈরি করে প্রতারানাচক্রটি। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম জানতে পারে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চলছে। ধৃত আসামীকে আদালতে তোলা হলে মহামান্য বিচারক পুলিশ হেফাজত নির্দেশ দেন।  

জাল আলুর বন্ড নিয়ে হিমঘরে এসে ধরা পড়ল এক প্রতারক
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment