ভোরে ধস, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ রাজ্যে দার্জিলিং জেলায় সেবক ছাড়িয়ে কালীঝোড়াতে ধস নামায় আটকিয়ে পড়ে বহু যানবাহন। ওই রাস্তা দিয়ে সিকিম যাওয়া সহজ হয়ে যাওয়ার কারনে আটকে পড়ে বহু মালবাহী গাড়ি ধস নেমে আটকিয়ে যায় পুরো রাস্তা। সিকিম থেকে আসা বেশ কয়েকটি গাড়িও আটকিয়ে যায়। আটকে পড়ে বহু ইষ্কুল বাস। শিলিগুড়ি থেকে যাতায়াত করা বহু গুরুত্বপূর্ণ পন্যবাহী গাড়ি আটকিয়ে পড়ে মাঝ রাস্তায়। ধস সরাতে নেমে পড়ে পুলিশ এবংস্থানীয় মানুষ। দিনের বেলাতে ধস নামায় সহজেই ধস সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ এবং ডিসাষ্টার ম্যানেজমেন্ট গ্রুপ। তবে এখনও পযর্ন্ত এই ধসে কেউ আহত হন নি।
দার্জিলিং এ ভোরে ধস নেমে রাস্তা আটকে পড়ে বহু পণ্যবাহী গাড়ী
0%



























