কালাজ্বরের লক্ষণ বঙ্গে জেলায় সতর্কতা
দাবদাহ লাইভ, বিশেষ প্রতিবেদকঃ পশ্চিম বঙ্গের কয়েকটি জেলায় গত কয়েক সপ্তাহ ধরে কালাজ্বরের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বলে স্বাস্থ্য দফতর সুত্রে জানা যায়। এ ব্যাপারে সব জেলাকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে যে জেলা গুলিতে প্রভাব বেশী সেখানে সতর্কতার সহিত লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কালিম্পং জেলা গুলিতে প্রাদুর্ভাব বেশী। বীরভূম, বাকুঁড়া, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায় বিশেষ সতর্ক বার্তা স্বাস্থ্য দফতর থেকে পাঠানো হয়েছে। মোট ৬৫ জনের এই বিশেষ জ্বরের লক্ষণ পাওয়া গেছে বলে জানা যায়।
0%

























