ডুয়ার্সের চা বাগানে মৃত চিতাবাঘ ময়নাতদন্তে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ডুয়ার্সের চা বাগান থেকে উদ্ধার হল এক চিতাবাঘের মৃতদেহ। আজ দুপুরে চা বাগানের শ্রমিকরা কাজ করতে গিয়ে মৃত চিতাবাঘটিকে দেখতে পাওয়ার পরেই হইহই পড়ে যায় এলাকায়। ডুয়ার্সের বানারহাট ব্লকের মরাঘাট চা বাগানের জি ওয়ান সেকশনে চিতাবাঘের দেহটি পড়ে থাকতে দেখতে পান একদল শ্রমিক। চিতাবাঘের দেহের থেকে খানিকটা দূরে একটি ছাগলের ক্ষত-বিক্ষত দেহও পাওয়া যায়। শ্রমিকদের কাছ থেকে জানা যায়, ওই বাগানে নাকি প্রায়ই দেখা মিলত চিতাবাঘের। এর আগেও বন দফতরকে ফাঁদ পাতার জন্য জানিয়েছিলেন তাঁরা।খবর পেয়ে ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মকর্তারা পৌঁছায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, দেহটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘের। ময়নাতদন্তের পর, চিতাবাঘের মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে অনুমান, একটি ছাগল নিয়ে দুটি চিতাবাঘের মধ্যে লড়াইয়ের ফলেই এই ঘটনা ঘটেছে বলে দাবী প্রত্যক্ষদর্শীদের। তবে এই ঘটনা একেবারেই নাড়িয়ে দিয়েছে ওই অঞ্চলের মানুষদের।


















