পাহাড়ের সব্জি বাজার পরিদর্শনে বাংলার মুখ্যমন্ত্রী
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ দার্জিলিং এর সবজী বাজার পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজী বিক্রেতাদের সাথে অনেকটা সময় কাটান। মুখ্যমন্ত্রী পাহাড়ি লঙ্কা এবং পাহাড়ের আলু কেনেন। মুখ্যমন্ত্রী পাহাড়ের সবজীর দামের খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী জানান সবজীর দাম বেড়েছে আমি জানি,আর পাহাড়ের সবজীর দাম সমতলের থেকে একটু বেশী। তাই সবজীর দাম সম্ভবমত কমিয়ে নেওয়ার পরামর্শ দিলেন। যদিও মুখ্যমন্ত্রী জানেন এই সবজী বিক্রেতারা অনেক কষ্ট করে সবজি আনেন। মুখ্যমন্ত্রী এদিন নিজে বাজারে গিয়ে আলু,পেয়াজ এবং রসুনের দামও জিঞ্জাসা করেন। সব্জিও কেনেন। মুখ্যমন্ত্রীকে দেখে খুশী সবজী বিক্রেতারাও। তারাও আবেগ তাড়িত হয়ে যান মুখ্যমন্ত্রীকে চোখের সামনে দেখে। পরে মুখ্যমন্ত্রী মাছের বাজারও পরিদর্শনে যান। মুখ্যমন্ত্রী বলেন পাহাড়ের বাজার বেশ ভালো; পরের বার আসলে বাজার করে নিয়ে যাব। বাজার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রওয়ানা দেন দার্জিলিং এর তথ্য এবং সংষ্কৃতি দপ্তরের উদ্দেশ্যে সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন।







